শিরোপার পথে আরও এগিয়ে লিভারপুল

স্পোর্টস ডেস্ক

আক্রমণাত্মক ফুটবল খেলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে শিরোপার আরও কাছে এগিয়ে গেল লিভারপুল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জিতেছে আর্না স্লটের দল। তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে উপস্থিত ছিলেন না লিভারপুল কোচ।

অ্যানফিল্ডে দোমিনিক সোবোসলাই দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সিস মাক আলিস্তের। ২৮ ম্যাচে ২০ জয় ও সাত ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। তিনে থাকা নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে গোলশূন্য ড্র করা আর্সেনাল ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে নটিংহ্যামের (৪৮) সঙ্গে পয়েন্টের পার্থক্য কমিয়েছে ম্যানচেস্টার সিটি। ৪৭ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে পেপ গুয়ার্দিওলার দল।

৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে চেলসি। ৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে নিউক্যাসল।

ইউএ / টিডিএস

You may also like