অভিষেক ম্যাচেই বিশ্বরেকর্ড ব্রিটজকের

স্পোর্টস ডেস্ক

কিংবদন্তি ক্যারিবীয় ওপেনার ডেসমন্ড হেইন্সের ৪৬ বছর টিকে থাকা রেকর্ডকে ভাঙলেন ম্যাথু ব্রিটজক।

সোমবার (১০ ফেব্রুয়ারি) লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাসম্যান। যা ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ।

ওয়ানডে অভিষেকে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়েসী এই ব্যাটার। ৬৮ বলে করেছেন ফিফটি। ১০০ তে পৌঁছুতে খেলেছেন ১২৮ বল। কিন্তু এরপরেই নিজের ব্যাটিং সক্ষমতার পুরোটা দেখালেন ব্রিটজকে। পরের ৫০ করতে খেলেছেন মোটে ১৯ বল। ১৪৭ বলে ১৫০ করেই নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।

অভিষেকে অনেক ব্যাটসম্যান অস্বস্তিতে ভুগলেও ব্রিটজকে শুরু থেকেই ছিলেন স্বচ্ছন্দ। ওপেনিংয়ে নেমে প্রথম বলে নিয়েছেন স্ট্রাইক। ম্যাট হেনরির বলে নিয়েছেন সিঙ্গেল। এরপর ৫০ ছুঁয়েছেন ৬৮তম বলে। ১০০ রান ১২৮ বলে। ওয়ানডে অভিষেকে ব্রিটজকের আগেও সেঞ্চুরি আছে ১৮ জনের। তবে তিন অঙ্ক ছোঁয়ার পর এক এক করে সবাইকে ছাড়িয়ে যেতে শুরু করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেক ওয়ানডেতে ১৪৮ রান করেছিলেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। এত দিন পর্যন্ত এটিই ছিল ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এসে থামলো উইন্ডিজ কিংবদন্তির গড়া সেই রেকর্ড।

ইউএ / টিডিএস

You may also like