গত বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীদের প্রত্যেক সদস্য এবং সাপোর্ট স্টাফকে পুরস্কার হিসেবে আংটি দেওয়া হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ক্রিকেটারদের হাতে সেই আংটি তুলে দেওয়া হয়েছে। তবে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ভিডিও পোস্ট করে আংটি দেওয়ার বিষয়টি জানিয়েছে।
বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রকাশ করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে টি২০ বিশ্বকাপজয়ীদের একটা কালচে রঙের রিং প্রদান করা হয়েছে। যার ভিতরে রয়েছে অশোক চক্র সঙ্গে রয়েছে হীরে । আর সেই অশোক চক্রের পাশ থেকে লেখা আছে ‘ ইন্ডিয়া টি২০ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নস ‘। প্রত্যেক ক্রিকেটারের নম্বরও রয়েছে সেই রিংয়ে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে জিতে রোহিত শর্মারা ১১ বছরের আইসিসি ট্রফি জয়ের খরা কাটান। সেই ম্যাচের সেরা হলেও রঞ্জির ম্যাচ থাকায় বিসিসিআইয়ের পুরস্কার নিতে উপস্থিত থাকতে পারেননি বিরাট কোহলি। ১৫ সদস্যের দলের মধ্যে ৯জন সেই অনুষ্ঠানে হাজির হয়।
চ্যাম্পিয়ন দলকে আংটি দেওয়ার রীতি রয়েছে আমেরিকায়। বাস্কেটবল প্রতিযোগিতায় বিজয়ীদের আংটি দেওয়া হচ্ছে ১৯৪৭ সাল থেকে। আমেরিকার ফুটবল লিগে ‘সুপার বোল’ যে দল জেতে তাদের সদস্যদের আংটি উপহার দেওয়া হয়। তবে সবার আগে এই রীতি শুরু করেছিল বেসবল লিগ।
ইউএ / টিডিএস