সান্তোসের জার্সিতে ম্যাচসেরা নেইমার

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ১২ বছর পর সান্তোসের জার্সিতে মাঠে নেমে জয়ের দেখা না পেলেও ম্যাচ-সেরা হয়েছেন নেইমার।

বুধবার (৫ ফেব্রুয়ারি) নিজের ৩৩তম জন্মদিনের দিন ভিলা বেলমিরা স্টেডিয়ামে বোতাফোগো এফসির বিপক্ষে মাঠে নেমেছেন এই ফুটবলার। তাঁর নামার সময় সান্তোস ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে একটি গোল খেয়ে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

ফেরার ম্যাচে চমকপ্রদ কোনো পারফরম্যান্স উপহার দিতে পারেননি নেইমার। দু-একটি ঝলক দেখালেও খেলায় ছিল না তেমন কোনো ধার। তবুও ম্যাচের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন তিনি।

ইউরোপে যাওয়ার আগে সান্তোসের হয়ে ৬টি শিরোপা জয় করেছিলেন তিনি। যার মধ্যে ২০১১ সালে কোপা লিবার্তাদোরেস শিরোপা অন্যতম। সেই সময়ে তাকে বিশ্বের সেরা তরুণ খেলোয়াড়দের একজন হিসেবে গণ্য করা হতো। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার এবং ২০১৭ সালে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফিতে ২২ কোটি ২০ লাখ ইউরো দিয়ে পিএসজিতে যোগ দেন।

২০২৩ সালের গ্রীষ্মে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি সই করেন নেইমার। তবে সেখানে তিনি মাত্র ৭টি ম্যাচ খেলেন। ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরেই কাটাতে হয় এই খেলোয়াড়কে।

আগামী বছরের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও ব্রাজিলে ফিরে এসেছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপে সুযোগ পেতে হলে তার ভালো পারফর্ম করতে হবে যা সবারই জানা।

ইউএ / টিডিএস

You may also like