ব্রাভোর রেকর্ড ভাঙলেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক

ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেই ৪৬১ ম্যাচে ৬৩৩ উইকেট পেয়ে নতুন রেকর্ড গড়লেন রশিদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোকে পেছনে ফেলেছেন সময়ের অন্যতম সেরা স্পিনার রশিদ খান। এসএ টি-টোয়েন্টিতে পার্ল রয়্যালসের দুনিত ভেল্লালাগেকে বোল্ড করে ব্রাভোর ৬৩১ উইকেট অতিক্রম করেন তিনি। যেখানে ব্রাভো ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট পেয়েছেন রশিদ মাত্র ৪৬১ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে রেকর্ড গড়লেন।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়া যে বড় অর্জন তা বলার অপেক্ষা রাখে না। পরবর্তীতে দিনেশ কার্তিককে আউট করে উইকেট সংখ্যা ৬৩৩-এ পৌঁছান ২৫ বছর বয়সী এই খেলোয়াড়। অধিনায়কের রেকর্ড গড়া ম্যাচটি ৩৯ রানে জিতে কেপটাউনকে ফাইনালে পৌঁছে দেয়।

রেকর্ড গড়ার পর ম্যাচ–পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ক্রিকেটার বলেন, ‘অসাধারণ এক অর্জন। যদি ১০ বছর আগে আপনারা জিজ্ঞাসা করতেন আমি এখানে পৌঁছাতে পারব কি না বলতাম কখনো এ নিয়ে ভাবি না। আফগানিস্তানের কারও এমন উচ্চতায় উঠতে পারাটা অবশ্যই গর্বের। ডিজে (ব্রাভো) টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার। এটা খুব সম্মানের আমি আরও এগিয়ে যেতে চাই।’

ইউএ / টিডিএস

You may also like