পিএসএল থেকে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছে। এই ঘটনার পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কের মধ্যে আরো উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখন, এই রাজনৈতিক টানাপড়েনের প্রভাব পড়তে চলেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ওপরও।

পাকিস্তান সুপার লিগে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এই কর্মীরা মূলত পিএসএলের সম্প্রচার কাজের সঙ্গে জড়িত ছিলেন। তাদের ফিরে যাওয়ার ফলে লিগের সম্প্রচারে কিছু বিঘ্ন ঘটতে পারে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, শাহবাজ শরিফ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান সুপার লিগে কর্মরত ভারতীয়দের দেশে ফিরে যেতে বলা হয়েছে। তিনি বলেন, “পাকিস্তান সুপার লিগের সম্প্রচারে অনেক ভারতীয় নাগরিক যুক্ত আছেন। তাদের দেশে ফিরে যেতে বলা হয়েছে।”

“এই কর্মীদের মধ্যে ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ম্যানেজার, ক্যামেরাম্যান রয়েছে। তাদের চলে গেলে লিগের সম্প্রচারে সমস্যা সৃষ্টি হতে পারে, কারণ তাদের বিকল্প ব্যবস্থা করা সহজ হবে না।”

এদিকে, সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান জানিয়ে দিয়েছে যে তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করবে। ভারতকে তৃতীয় কোনো দেশে বাণিজ্যিক কাজ করার জন্য তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না। এছাড়া, পাকিস্তান তাদের আকাশসীমাও আর ভারতকে ব্যবহারের সুযোগ দিবে না বলে জানিয়েছে।

You may also like