তরুণ গতির তারকা নাহিদ রানা প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এ বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন এই উদীয়মান পেসার।
নাহিদের এই নতুন যাত্রাকে ঘিরে শুভকামনা জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলী খান, যিনি নিজেও এবার পিএসএলে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করবেন। নিজেদের একসঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে আতাহার ক্যাপশনে লেখেন, “পিএসএলে নাহিদ রানার সর্বোচ্চ সাফল্য কামনা করছি।” ছবিতে নাহিদকে দেখা গেছে কালো গেঞ্জিতে, আর আতাহার সাদা গেঞ্জি ও কালো প্যান্টে—দুজনের হাস্যোজ্জ্বল উপস্থিতিতে ছবিটি ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে।
তবে তারা একসঙ্গে একই ফ্লাইটে পাকিস্তান যাচ্ছেন কি না, কিংবা কবে যাত্রা করছেন—সেই তথ্য এখনো জানা যায়নি।
এবারের পিএসএল ড্রাফটে অংশ নিয়েছিলেন মোট ৩৯ জন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে দল পেয়েছেন কেবল তিনজন—নাহিদ রানা, লিটন দাস এবং রিশাদ হোসেন। যদিও ইনজুরির কারণে শুরুতেই দেশে ফিরতে হয়েছে লিটনকে। অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করছেন লেগস্পিনার রিশাদ।
নাহিদকে পেশোয়ার জালমি দলে নিয়েছে গোল্ড ক্যাটাগরি থেকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট থাকায় শুরুতে বিসিবি তাকে এনওসি দেয়নি। তবে সব জটিলতা কাটিয়ে এখন তিনি মাঠে নামার জন্য প্রস্তুত। এখন অপেক্ষা শুধু পিএসএলে তাঁর গতি ও আগ্রাসনে প্রতিপক্ষকে চমকে দেওয়ার।