পাওয়ার চেয়ে বেশি হারালাম : লিটন

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগে প্রথমবার অংশ নিয়ে প্রত্যাশা পূরণ করতে না পারায় হতাশা নিয়েই দেশে ফিরেছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস।

(শনিবার) রাতেই পা রাখেন ঢাকায়। দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের হতাশা লুকাননি। চোট নিশ্চিত হওয়ার পরই পাকিস্তান থেকে রওয়া করেন লিটন। ইতোমধ্যে বাংলাদেশি এই উইকেটরক্ষক ব্যাটারের পরিবর্তে নতুন করে অস্ট্রেলিয়ার বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে করাচি কিংস।

করাচি কিংসের সহানুভূতিশীল আচরণের প্রশংসা করে লিটন বলেছেন, ‘তারা যথেষ্ট হেল্পফুল। মন-মানসিকতার দিক থেকে তারা খুব ভালো। তারা সম্পূর্ণ কল আমার ওপর ছেড়ে দিয়েছিল যে আমি কী করব। তারা জানত যে সময় লাগবে। কিন্তু কতটুকু ব্যাথা হছে সেটা বোঝার জন্য আমাকে সময় দিয়েছিল। একটা ইনজুরি হলে ২-৩ সপ্তাহ লেগে যায়, এরপর অনুশীলন ছাড়া ওরকম একটা টুর্নামেন্ট খেলা খুব কষ্ট।’

হতাশা কণ্ঠে আরও বলেন , ‘আমি মনে করেছি যেহেতু সামনে জাতীয় দলের খেলা আছে, রিকভারি হওয়া দরকার এজন্য চলে এসেছি। এবারের পিএসএল থেকে কিছুই নিয়ে আসতে পারিনি। যা হয়েছে লসই হয়েছে। আমার মনে হয় আমি পাওয়ার চেয়ে বেশি হারালাম।’

ইউএ / টিডিএস

You may also like