রিশাদের বিপক্ষে নেমেই ইতিহাস গড়লেন হোল্ডার

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য পিএসএলে এবারের বিশেষ নজর থাকবে লাহোর কালান্দার্সের দিকে। দুইবারের পিএসএল চ্যাম্পিয়নদের দলে রয়েছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। যদিও উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে একাদশে জায়গা পাননি তিনি, তবে তাঁর দলও হেরেছে সেই ম্যাচে।

ম্যাচের অন্যতম প্রধান তারকা ছিলেন ক্যারিবিয়ান পেসার জেসন হোল্ডার। উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সের আবদুল্লাহ শফিকের ৬৬ রান বা ইসলামাবাদের কলিন মুনরোর ৫৯ রানের চেয়ে বড় ছিল হোল্ডারের ২৬ রানে ৪ উইকেট শিকার। তাঁর দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে লাহোর কালান্দার্সকে ১৩৯ রানে আটকে রাখতে মূল কৃতিত্ব জেসন হোল্ডারেরই।

গতকালই প্রথমবার পিএসএলে খেলতে নামা হোল্ডার তার চমকপ্রদ বোলিংয়ের সুবাদে নতুন একটি রেকর্ড গড়েছেন। পিএসএলে অভিষেক ম্যাচে যেকোনো বিদেশি খেলোয়াড় হিসেবে সেরা বোলিং ফিগার এখন এই ক্যারিবিয়ান পেসারের দখলে। এর আগে আরও তিনজন পাকিস্তানি বোলার অভিষেক ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন, তবে জেসন হোল্ডারের বোলিং ফিগারটি এখন পর্যন্ত বিদেশিদের মধ্যে সেরা।

এছাড়া, হোল্ডারের আগে পিএসএল অভিষেকে ৪ উইকেট শিকার করেছিলেন মোহাম্মদ নাওয়াজ, উমাইদ আসিফ ও আরিশ আলী খান। তবে বোলিং ফিগারের দিক দিয়ে জেসন হোল্ডারের শিকার করা ৪ উইকেট এখন তৃতীয় অবস্থানে রয়েছে, শীর্ষে আছেন মোহাম্মদ নাওয়াজ।

You may also like