পিএসএলে লিটনের পরিবর্তে আসছেন নতুন মুখ

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ নিজের প্রথম আসরে খেলতে গিয়ে একরাশ হতাশা নিয়ে ফিরছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। চোটের কারণে তার এবারের পিএসএল অভিযান দ্রুত শেষ হয়ে গেছে। আঙুলে চিড় ধরা পড়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে, আর তার পরিবর্তে করাচি কিংস দলে অন্তর্ভুক্ত করেছে বেন ম্যাকডারমটকে।

লিটন কেবল একমাত্র ক্রিকেটার নন যিনি ইনজুরির কারণে পিএসএল থেকে ছিটকে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার জনসন চার্লসও চোটের কারণে পিএসএল ছাড়তে বাধ্য হয়েছেন। তার পরিবর্তে মুলতান সুলতান্স দলে নিয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশটন টার্নারকে। একই সঙ্গে, করাচি কিংসের আরেক বিদেশি ক্রিকেটার কেইন উইলিয়ামসনও কিছুটা সময় দলের সঙ্গে যোগ দিতে পারবেন না, কারণ তিনি বর্তমানে আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন। উইলিয়ামসন যোগ দেওয়ার আগ পর্যন্ত সাদ বেগকে দলে অন্তর্ভুক্ত করেছে করাচি।

এছাড়া, পাকিস্তানের পেসার ইহসানউল্লাহও পিএসএলের ড্রাফটে দল পাননি, তবে পেশোয়ার জালমি তাকে সাপ্লিমেন্টারি ক্রিকেটার হিসেবে স্কোয়াডে যুক্ত করেছে। তিনি দলের কেউ চোটে পড়লে মূল স্কোয়াডে জায়গা পাবেন।

লিটন, যিনি চোটের কারণে পিএসএল ছাড়ছেন, শিগগিরই দেশে ফিরে আসবেন। তিনি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, “আমি পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য রোমাঞ্চিত ছিলাম, কিন্তু দুঃখজনকভাবে অনুশীলনে আঙুলে চোট পাওয়ার পর স্ক্যান রিপোর্টে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে, এবং চোট সারাতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। তাই আমার পিএসএল শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। এখন আমি দেশে ফিরে আসছি এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে আপনাদের দোয়া চাই।”

লিটনের বদলে দলের নতুন সদস্য বেন ম্যাকডারমট একজন আগ্রাসী ব্যাটার, যিনি বিগ ব্যাশ, দ্য হান্ড্রেডসহ বিভিন্ন বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। উইলিয়ামসনের জায়গায় সাদ বেগকে সুযোগ দেওয়া হয়েছে, যিনি পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক এবং ভবিষ্যতে দারুণ এক তারকা হিসেবে পরিচিত।

পিএসএল ১০ তম আসর শুরু হয়েছে ১১ এপ্রিল। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে, তবে রিশাদ ছাড়া লাহোর বড় ব্যবধানে হেরে যায়। আজ (শনিবার) পিএসএল মিশন শুরুর কথা ছিল লিটনের দল করাচি কিংসের, যারা মুলতান সুলতান্সের মুখোমুখি হবে। দিনের অপর ম্যাচে বিকেল সাড়ে ৪টায় পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স মুখোমুখি হবে।

You may also like