প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে মুখিয়ে ছিলেন লিটন দাস। সে কারণে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলেও ছিলেন না। কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেল তার পিএসএল মিশন। অনুশীলনের সময় আঙুলে চোট পেয়ে স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। ফলে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার, এবং দেশে ফিরে আসছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিটন লিখেছেন,
“আমি করাচি কিংসের হয়ে পিএসএলে খেলার জন্য সত্যিই উত্তেজিত ছিলাম। কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলনে আঙুলে আঘাত পাই এবং স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। পুরোপুরি সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।”
দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করে তিনি যোগ করেন,
“দুঃখজনকভাবে আমার পিএসএল অভিযান শুরুর আগেই শেষ হয়ে গেল। আমি দেশে ফিরে যাচ্ছি এবং দ্রুত সেরে উঠতে আপনাদের দোয়া চাই। করাচি কিংসের জন্য রইল শুভকামনা।”
গতকাল, ১১ এপ্রিল, শুরু হয়েছে পিএসএলের দশম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। তবে লাহোর কালান্দার্স বড় ব্যবধানে হারে, আর রিশাদ হোসেন ওই ম্যাচে খেলেননি।
আজ শনিবার করাচি কিংসের পিএসএল অভিযান শুরু হওয়ার কথা ছিল মুলতান সুলতান্সের বিপক্ষে রাত ৯টায়।
চলতি আসরের ড্রাফটে তিনজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয় পিএসএলের তিনটি আলাদা ফ্র্যাঞ্চাইজি। সিলভার ক্যাটাগরি থেকে লিটন দাসকে নেয় করাচি কিংস, গোল্ডেন ক্যাটাগরি থেকে নাহিদ রানাকে নেয় পেশোয়ার জালমি এবং রিশাদ হোসেনকে নেয় লাহোর কালান্দার্স। বিসিবি শুরু থেকেই লিটন ও রিশাদকে এনওসি দেয় পুরো টুর্নামেন্টের জন্য। নাহিদ রানা খেলবেন বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট (২০ এপ্রিল) শেষ হওয়ার পর।