জমকালো উদ্বোধনে পর্দা উঠছে পিএসএলে

স্পোর্টস ডেস্ক

জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর, যা চলবে আগামী ১৮ মে পর্যন্ত। রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স।

এবারের পিএসএলে অংশ নিচ্ছে ছয়টি দল—ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, মুলতান সুলতানস ও করাচি কিংস।

বাংলাদেশ থেকেও কয়েকজন ক্রিকেটার অংশ নিচ্ছেন এবারের আসরে। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। করাচি কিংসের জার্সিতে মাঠে নামবেন লিটন দাস, আর পেশোয়ার জালমিতে খেলবেন উদীয়মান পেসার নাহিদ রানা।

পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের সময়সূচি ঘোষণা করে বলেন, “এই ঐতিহাসিক দশম আসরের সূচি প্রকাশ করতে পেরে আমরা অত্যন্ত রোমাঞ্চিত। গত এক দশকে পিএসএল শুধুমাত্র একটি ঘরোয়া লিগ নয়, বরং পাকিস্তানের ক্রিকেট প্রতিভা বিশ্বমঞ্চে উপস্থাপনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।”

সব মিলিয়ে চারটি ভেন্যু—রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে অনুষ্ঠিত হবে মোট ৩৪টি ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মে, লাহোরে।

You may also like