রাজস্থানের লক্ষ্য জয়, গুজরাট চায় শীর্ষস্থান

স্পোর্টস ডেস্ক

চলতি আইপিএলে সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করছে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। শুবমান গিলের নেতৃত্বে গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলের দুই নম্বরে জমাট বেঁধেছে। বিপরীতে টানা পাঁচ ম্যাচে হেরে রাজস্থান রয়্যালস নেমে গেছে নবম স্থানে।

আজ সোমবার দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। যেখানে গুজরাটের লক্ষ্য হবে বেঙ্গালুরুকে টপকে টেবিলের শীর্ষে উঠে আসা, আর রাজস্থান খুঁজবে ফিরে আসার পথ — জয় ছাড়া আর কোনো বিকল্প নেই তাদের সামনে।

গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তরুণ ওপেনার সাই সুদর্শন। প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ রান এনে দিচ্ছেন তিনি এবং শুবমান গিলের সঙ্গে গড়ে তুলছেন শক্তিশালী উদ্বোধনী জুটি। এছাড়া, রশিদ খানও পুরোনো ছন্দে ফেরায় গুজরাটের বোলিং আক্রমণ হয়েছে আরও বিপজ্জনক।

অন্যদিকে, রাজস্থানের আশা থাকবে যশস্বী জয়সোয়াল এবং তরুণ বৈভব সূর্যবংশীর ওপর। যশস্বী ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলছেন, আর সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে ১৪ বছরের বৈভব সুযোগ পেয়েই নজর কাড়তে চাইছেন। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বিশেষজ্ঞদের মতে, গুজরাট টাইটান্সই এগিয়ে থাকবে ম্যাচে।

দুই দলের সম্ভাব্য একাদশ:

রাজস্থান রয়্যালস:
যশস্বী জয়সোয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ, নীতীশ রানা, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ ঠিকশানা, আকাশ মাধওয়াল।

গুজরাট টাইটান্স:
সাই সুদর্শন, শুবমান গিল, জশ বাটলার, শেরফান রাদারফোর্ড, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওটিয়া, শাহরুখ খান, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ।

You may also like