নিয়ম ভেঙে জরিমানা গুনলেন পন্ত

স্পোর্টস ডেস্ক

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বড় ব্যবধানে হারার পাশাপাশি বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে লখনৌ সুপার জায়ান্টস। স্লো ওভার রেটের কারণে অধিনায়ক রিশভ পন্তসহ পুরো দলকে গুণতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা।

রবিবার (২৭ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৫ রান তোলে মুম্বাই। জবাবে মাত্র ১৬১ রানেই গুটিয়ে যায় লখনৌ। সেই ম্যাচে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে ব্যর্থ হয় পন্তের দল, যা চলতি আসরে তাদের দ্বিতীয়বার এমন অপরাধ।

আইপিএলের আচরণবিধির ধারা ২.২২ অনুসারে, দ্বিতীয়বার স্লো ওভার রেটের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি আরও কঠোর হয়। সেই ধারাতেই রিশভ পন্তকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া দলের বাকি খেলোয়াড় ও ইমপ্যাক্ট সাবস্টিটিউটদের প্রত্যেককে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা দিতে হয়েছে, যা প্রায় ৬ লাখ রুপি করে দাঁড়ায়।

চলতি মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকলেও শেষ পাঁচ ম্যাচের তিনটিতে হেরে কিছুটা চাপে রয়েছে লখনৌ। এখন পর্যন্ত ১০ ম্যাচে ৫ জয় ও ৫ হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে তারা।

ইউএ / টিডিএস

You may also like