আইপিএলে ব্যাঙ্গালুরুর অনন্য রেকর্ডের সৃষ্টি

স্পোর্টস ডেস্ক

প্রতিপক্ষের মাঠে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। গ্যালারি ভর্তি দর্শক যখন আপনার বিপক্ষে থাকে, তখন মানসিক চাপ অনুভব হওয়া স্বাভাবিক। ক্রিকেট, ফুটবল কিংবা বাস্কেটবল, পৃথিবীর সব খেলাতেই এই চাপ মোকাবেলা করতে হয়। তবে আইপিএলে এটি যেন উড়িয়ে দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

প্রতিপক্ষের মাঠে বর্তমানে অজেয় এক দল হিসেবে পরিণত হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি যা এখনও আইপিএল শিরোপা জিততে পারেনি। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে জয় পেয়েছে ব্যাঙ্গালুরু। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লিকে বড় স্কোর করতে দেননি পেসার ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড। এরপর ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন বিরাট কোহলি এবং ক্রুনাল পান্ডিয়া।

২৬ রানে ৩ উইকেট হারানোর পর যখন ব্যাঙ্গালুরুর ওপর চাপ সৃষ্টি হচ্ছিল, তখনই বিরাট কোহলি এবং ক্রুনাল পান্ডিয়া গড়েন ১১৯ রানের একটি পার্টনারশিপ। এটি আইপিএলে দিল্লির বিপক্ষে চতুর্থ উইকেট বা এর নিচে সবচেয়ে বড় পার্টনারশিপ যা পেছনে ফেলে দিয়েছে ২০২০ সালে কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন এবং নীতিশ রানার ১১৫ রানের জুটিকে।

কোহলি ৫১ রানে আউট হলেও, ক্রুনাল পান্ডিয়া টিম ডেভিডের সঙ্গে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন। ৬ উইকেটের এই জয় আইপিএলে ব্যাঙ্গালুরুর জন্য ছিল টানা ৯ম অ্যাওয়ে জয়। এটি একটি রেকর্ড, কারণ প্রতিপক্ষের মাঠে লিগ পর্বে এতটা জয় আর কোনো দলের নেই।

২০২৪ থেকে ২০২৫ পর্যন্ত লিগ পর্বে প্রতিপক্ষের মাঠে টানা ৯টি জয় নিয়ে ফিরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এর আগে ২০১২ আসরে কলকাতা নাইট রাইডার্স প্রতিপক্ষের মাঠে টানা ৭ ম্যাচ জিতেছিল। এছাড়া রাজস্থান রয়্যালসের নামের পাশে রয়েছে ৬টি জয়।

আইপিএলে প্রতিপক্ষের মাঠে টানা জয় (লিগ পর্ব):

৯ – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (২০২৪-বর্তমান)

৭ – কলকাতা নাইট রাইডার্স (২০১২)

৬ – রাজস্থান রয়্যালস (২০২৩-২০২৪)

৫ – কলকাতা নাইট রাইডার্স (২০২৩-২০২৪)

৫ – গুজরাট টাইটান্স (২০২৩)

৫ – পাঞ্জাব কিংস (২০১২)

তবে এক আসরে প্রতিপক্ষের মাঠে টানা জয়ের রেকর্ড এখনও ব্যাঙ্গালুরুর দখলে আসেনি। চলতি আসরে এখন পর্যন্ত তারা প্রতিপক্ষের মাঠ থেকে ৬ জয় নিয়ে ফিরেছে। ২০১২ সালের কলকাতা নাইট রাইডার্সই প্রতিপক্ষের মাঠে টানা ৭ ম্যাচ জিতে শিরোপা জয়ের পথে ছিল যা এখন পর্যন্ত এক আসরে সর্বোচ্চ জয়।

মুম্বাই ইন্ডিয়ান্সও ২০১২ সালে প্রতিপক্ষের মাঠ থেকে ৭টি জয় পেয়েছিল, তবে সেই জয়গুলো ছিল টানা নয়, মাঝখানে একটি হারও তাদের হয়ে গিয়েছিল।

ইউএ / টিডিএস

You may also like