নাহিদ রানাবিহীন পেশোয়ারের বড় হার

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে বড় ব্যবধানে হারল পেশোয়ার জালমি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৬৪ রানে পরাজিত হয় তারা। এদিন পেশোয়ারের একাদশে জায়গা হয়নি বাংলাদেশের স্পিডস্টার নাহিদ রানার।

টস জিতে কোয়েটাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পেশোয়ার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের সংগ্রহ দাঁড় করায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দলের শীর্ষ পাঁচ ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছান, যার মধ্যে চারজন ৩০-এর বেশি রান করেন। তবে কেউই ফিফটির দেখা পাননি।

মার্ক চ্যাপম্যান ২৬ বলে করেন ৩৩ রান, কুশল মেন্ডিস ২৭ বলে ৩২ রান, আর ওপেনার সাউদ শাকি ২৬ বলে ৩২ রান করেন। ছোট ঝড় তোলেন ফিল অ্যালেন, মাত্র ১৬ বলে ৩১ রান যোগ করেন দলের স্কোরে।

পেশোয়ারের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আলজারি জোসেফ। তবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে তাদের ব্যাটিং। অধিনায়ক বাবর আজম ৭ বলে ১২ রান করে ফিরে যান। মাত্র ৫০ রানের মধ্যেই পেশোয়ার হারায় পাঁচটি উইকেট।

মাঝে হুসাইন তালাত কিছুটা লড়াই করেন। ৩৪ বলে ৩৯ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন তিনি। মিচেল ওউন ৮ বলে ১৫ রান করেন। তবে শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় পেশোয়ার জালমির ইনিংস।

কোয়েটার জয়ের নায়ক ফাহিম আশরাফ। দুর্দান্ত বোলিং করে মাত্র ৩৩ রান খরচায় ৫ উইকেট তুলে নেন তিনি।

You may also like