আরেকটি রোমাঞ্চকর লড়াই হতে পারত শাহরুখ খান ও প্রীতি জিনতার দলের মধ্যে। তবে ‘বীরজারা’র এই লড়াই বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। আগে ব্যাট করে প্রীতির পাঞ্জাব কিংস ৪ উইকেটে ২০৪ রান সংগ্রহ করেছিল। জবাবে কলকাতা নাইট রাইডার্স ১ ওভারেই ৭ রান তুলেছিল, ঠিক তখনই শুরু হয় বৃষ্টি। বিরূপ আবহাওয়া শেষ পর্যন্ত ম্যাচটিকে পরিত্যক্ত করে দেয়, যার সরাসরি প্রভাব পড়ে আইপিএলের পয়েন্ট টেবিলেও।
চলতি মৌসুমে দুর্দান্ত সূচনা করেছিল পাঞ্জাব। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে তারা প্লে-অফের দৌড়ে শক্ত অবস্থানে ছিল। তবে আগের ম্যাচে হারের পর এবার কলকাতার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগিতে তারা নেমে এসেছে চতুর্থ স্থানে। ৯ ম্যাচে ৩ জয় ও ৫ হার নিয়ে তাদের সংগ্রহ এখন ১১ পয়েন্ট। জয় পেলে পাঞ্জাব নিজেদের অবস্থান আরও মজবুত করতে পারত। অন্যদিকে, শাহরুখের কলকাতাও জয়ের মাধ্যমে ব্যাকফুট থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল।
এখন পর্যন্ত কলকাতা ৯ ম্যাচে মাত্র ৩টি জিতেছে। ৫টি হারের পাশাপাশি কালকের ম্যাচের পয়েন্ট ভাগাভাগির পর তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। অজিঙ্কা রাহানের দল এখন টেবিলের সপ্তম স্থানে। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আটে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ৪ পয়েন্ট করে নিয়ে তালিকার তলানিতে রয়েছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।
টেবিলের শীর্ষ তিন দলের পয়েন্ট সমান—১২ করে। তবে গুজরাট টাইটান্স (১ নম্বর) ও দিল্লি ক্যাপিটালস (২ নম্বর) এক ম্যাচ কম (৮টি) খেলেছে। রানরেটের ভিত্তিতেই এই দুই দলের অবস্থান ঠিক হয়েছে। ৯ ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর চার নম্বরে পাঞ্জাব কিংস। মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টস যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে, দুদলই ৯ ম্যাচে ৫টি করে জয় পেয়ে ১০ পয়েন্ট অর্জন করেছে। লিগপর্ব শেষে শীর্ষ চার দল উঠবে প্লে-অফে।
পাঞ্জাব গতকাল দারুণ শুরু করেছিল। দুই ভারতীয় তরুণ প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং ওপেনিং জুটিতে ১২০ রান যোগ করেন। পুরো মৌসুমেই দুজন অসাধারণ ফর্মে রয়েছেন। প্রভসিমরান ৪৯ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ৮৩ রান করেন, আর প্রিয়াংশ ৩৫ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় করেন ৬৯ রান। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১৬ বলে ২৫ রান ও জশ ইংলিশ ৬ বলে ১১ রান করে দলীয় স্কোর দুইশ পার করান। তবে আবারও ব্যর্থ ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল—৮ বলে মাত্র ৭ রান করে ফিরেন।