ব্রিটিশ নাগরিক হয়ে আইপিএলে পাকিস্তানি পেসার

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুতে পাকিস্তানি ক্রিকেটাররা অংশ নিতে পারলেও, গত কয়েক বছর ধরে তাদের ওপর রয়েছে অঘোষিত নিষেধাজ্ঞা। তবে সেই নিষেধাজ্ঞা ঘুরিয়ে এড়িয়ে এবার আইপিএলে খেলার নতুন পথ খুঁজে নিচ্ছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।

মূল পরিকল্পনা—যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএলের পরবর্তী আসরে খেলা। আমিরের স্ত্রী নারজিস ব্রিটিশ নাগরিক, আর সেই সূত্রেই নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তিনি। আমিরের বিশ্বাস, আগামী বছর নাগরিকত্ব হাতে পাবেন এবং ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আইপিএলের নিলামে নাম লিখবেন।

এ নিয়ে আমির বলেন, “খোলাখুলিই বলছি, যদি সুযোগ পাই, অবশ্যই আইপিএলে খেলব। এটা আমার জন্য বড় একটা মঞ্চ। তবে সুযোগ না এলে পিএসএলেই খেলব। আমি আশাবাদী, আগামী বছর আইপিএলে খেলার সুযোগ পাব। যদি সুযোগ আসে, কেন নয়?”

বর্তমানে আইপিএল ও পিএসএল একসাথে চললেও, সেটা ব্যতিক্রমী এক বছরের ফল। পাকিস্তানে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কারণে এবারের পিএসএল পিছিয়ে আয়োজিত হচ্ছে। তবে আমির মনে করেন, ভবিষ্যতে এ ধরনের সময়সূচির সংঘাত থাকবে না।

তিনি বলেন, “আমি মনে করি না আগামী বছর পিএসএল ও আইপিএল একসাথে হবে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির কারণেই পিএসএল দেরিতে হয়েছে। যদি আগে পিএসএলে ডাক পাই, তবে আইপিএলে খেলার সুযোগ হাতছাড়া হবে, কারণ তখন পিএসএল কর্তৃপক্ষ আমাকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করতে পারে।”

নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসটা ভিন্ন পরিচয়ে হলেও, আমির এখনো নিজেকে বিশ্বের সেরা ক্রিকেট লিগগুলোতে দেখতে আগ্রহী।

You may also like