গত আসরে আক্রমণাত্মক ক্রিকেট খেলে দর্শকদের মন জয় করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। চলতি মৌসুমের শুরুটাও হয়েছিল সেই ধারায়—প্রথম ম্যাচেই দলটি তুলেছিল ২৫০ রান ছাড়ানো বিশাল স্কোর। তবে এরপর থেকেই শুরু হয়েছে ছন্দপতন। ধারাবাহিক হারে দলটি এখন ব্যাটিং বিপর্যয়ে ঘুরপাক খাচ্ছে, বারবার অলআউট হচ্ছে অল্প রানে।
গতবারের ফাইনালে ওঠা হায়দরাবাদ এবার আট ম্যাচের মধ্যে হেরেছে ছয়টিতে। প্লে-অফে ওঠার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। তাই আগ্রাসী ক্রিকেট থেকে একটু সরে এসে পরিস্থিতির দাবি মেনে খেলার কথা ভাবছে দলটি। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে সর্বশেষ হারের পর অধিনায়ক প্যাট কামিন্স জানালেন, এখন প্রয়োজন দায়িত্বশীল ব্যাটিং।
মুম্বাইয়ের বিপক্ষে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে গিয়ে মাত্র ৩৫ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে হায়দরাবাদ। এরপর হেনরিখ ক্লাসেন ও অভিনব মনোহর ইনিংস মেরামতের চেষ্টা করলেও, শেষ পর্যন্ত জয় ধরা দেয়নি।
ম্যাচ শেষে কামিন্স বলেন, “অভিনব আর ক্লাসেন দারুণ চেষ্টা করেছে, ওদের জন্যই আমরা একটা মোটামুটি রান তুলতে পেরেছি। কিন্তু সামগ্রিকভাবে আমরা ভালো খেলতে পারছি না। এমন অবস্থায় একজন ব্যাটার দরকার ছিল, যে ধৈর্য ধরে ইনিংস গড়বে। আমরা একের পর এক উইকেট হারিয়েছি।”
তিনি আরও যোগ করেন, “ম্যাচ শুরুর আগেই আমাদের মধ্যে আলোচনা হয়েছিল—ইনিংস গড়ার সময় ধীরস্থির হতে হবে। শুরুতে কিছুটা সময় নিয়ে উইকেটে থিতু হতে পারলে শেষ দিকে বড় ইনিংস খেলা সম্ভব। কিন্তু আমরা শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলেছি।”
এই অবস্থায় হায়দরাবাদের সামনে চ্যালেঞ্জ নিজেদের খেলায় ভারসাম্য ফেরানো—যাতে আগ্রাসন ও দায়িত্বশীলতা পাশাপাশি এগিয়ে যেতে পারে।