চেন্নাই শিবিরে জায়গা পেলেন ব্রেভিস

স্পোর্টস ডেস্ক

ইনজুরির কারণে আসর থেকে ছিটকে যাওয়া ভারতীয় পেসারের বদলি হিসেবে চেন্নাই সুপার কিংসে জায়গা পেয়েছেন ‘বেবি এবি’ খ্যাত ব্রেভিস।

ব্যাটিং স্টাইল ও আগ্রাসী মানসিকতায় দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে তুলনা পাওয়া ব্রেভিস বরাবরই ছিলেন আলোচনায়। তুমুল হিটিং সামর্থ্যের কারণে ‘বেবি এবি’ নামে পরিচিতি পাওয়া এই তরুণ ক্রিকেটার এবার আইপিএলে নিজের প্রতিভা দেখানোর আরেকটি সুযোগ পাচ্ছেন।

গত বছরের আইপিএল মেগা নিলামে অবিক্রিত থেকে যান ব্রেভিস। ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি কিন্তু কেউ তাকে দলে টানেনি। এবার চেন্নাই সুপার কিংস তাকে নিয়েছে ২ কোটি ২০ লাখ রুপিতে গুরজাপনিত সিংয়ের বদলি হিসেবে। পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

২১ বছর বয়সী ডানহাতি ব্যাটার ব্রেভিস মাঝেমধ্যে লেগ স্পিনও করতে পারেন। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন দুটি ম্যাচ। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ অভিজ্ঞ এই ক্রিকেটার খেলেছেন আইপিএল, সিপিএল, এমএলসি এবং এসএ টোয়েন্টির মতো লিগে।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৮১ ম্যাচে ১৪৪.৯৩ স্ট্রাইক রেটে করেছেন ১,৭৮৭ রান। একমাত্র সেঞ্চুরি ১৬২ রানের ইনিংসটি অনেক আগেই চোখে পড়েছে ক্রিকেট বিশ্বে। ফিফটি আছে সাতটি। ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে মুম্বাই ইন্ডিয়ান্সে জায়গা করে নেন তিনি। দুই মৌসুমে আইপিএলে খেলেছেন ১০ ম্যাচ, রান ২৩০।

এসএ টোয়েন্টির শেষ আসরে ১৮৪.১৭ স্ট্রাইক রেটে করেছিলেন ২৯১ রান, ছিলেন ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক। ফাইনালে ১৮ বলে ৩৮ রান করে দলকে শিরোপা এনে দিতে রেখেছিলেন বড় ভূমিকা। এরপর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ওয়ানডে লিগে ৮ ম্যাচে ৬৬.৩৩ গড় ও ১৫৬ স্ট্রাইক রেটে করেন ৩৯৮ রান। প্রথম শ্রেণির ক্রিকেটেও পেয়েছেন সাফল্য—৯৯, ১৪৮ ও ৮০ রানের তিনটি ইনিংস তার সাম্প্রতিক ফর্মের প্রমাণ।

ইউএ / টিডিএস

You may also like