এক দল শীর্ষে, আরেক দল তালিকার তিন নম্বরে। আইপিএলের এই শীর্ষ লড়াইয়ে দিল্লি ক্যাপিটালস তুলে নিয়েছে বড় সংগ্রহ। আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেটে ২০৩ রান তুলেছে তারা। জিততে হলে গুজরাটকে করতে হবে ২০৪ রান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল দিল্লির ব্যাটাররা। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ৭৩ রান।
উদ্বোধনী ব্যাটাররা সবাই রেখেছেন অবদান—অভিষেক পোরেল করেন ৯ বলে ১৮, লোকেশ রাহুল ১৪ বলে ২৮, করুন নায়ার ১৮ বলে ৩১, আর ত্রিস্টান স্টাবস করেন ২১ বলে ৩১ রান। ১৫ ওভারে স্কোরবোর্ডে উঠে যায় ১৫০ রান।
শেষ ৫ ওভারে ৪ উইকেট হারালেও দিল্লি যোগ করে আরও ৫৩ রান। অক্ষর প্যাটেল ৩২ বলে করেন ৩৯, আর ইনিংসের শেষদিকে আশুতোষ শর্মা ঝড় তোলেন ১৯ বলে ৩৭ রান, যাতে ছিল ২ চার ও ৩ ছক্কা।
গুজরাটের হয়ে প্রসিধ কৃষ্ণা সবচেয়ে সফল বোলার—৪ ওভারে ৪১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।