আইপিএলে রজতের ১০০০ রানের কীর্তি

স্পোর্টস ডেস্ক

আইপিএলে দুর্দান্ত এক মাইলফলক ছুঁয়ে ফেলেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) অধিনায়ক রজত পাতিদার।

শুক্রবার (১৮ এপ্রিল) আইপিএল ২০২৫-এর ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাত্র ৩০ ইনিংসে ১০০০ রানের মাইলফলকে পৌঁছান এই স্টাইলিশ ডানহাতি ব্যাটার। এই কীর্তির মাধ্যমে তিনি ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়েছেন। পাতিদারের ওপরে রয়েছেন কেবল গুজরাট টাইটান্সের সাই সুদর্শন যিনি ২৫ ইনিংসে হাজার রানে পৌঁছেছেন।

পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরে গেলেও পাতিদার ব্যক্তিগতভাবে রেকর্ডবুকের পাতায় নিজের নাম লেখান। তিনি ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ঋতুরাজ গায়কোয়াডকে ছাড়িয়ে গেছেন, যাঁরা ৩১ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের তিলক বর্মা হাজার রানে পৌঁছান ৩৩ ইনিংসে।

পাতিদার শুধু দ্রুততম হাজার রানের ক্লাবে প্রবেশ করেননি সেইসঙ্গে গড় ও স্ট্রাইক রেটের বিচারে অনন্য একটি রেকর্ডও গড়েছেন। তিনি প্রথম ভারতীয় ব্যাটার যিনি আইপিএলে ১০০০ রান করার পথে ৩৫-এর বেশি গড় এবং ১৫০-এর ওপরে স্ট্রাইক রেট ধরে রেখেছেন। যা তার ধারাবাহিকতা, ম্যাচে প্রভাব এবং মানসিক দৃঢ়তা তুলে ধরে।

তবে দলগত সাফল্য এনে দিতে পারেননি পাতিদার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আরসিবি ১৪ ওভারে ৯৫ রান করে। জবাবে পাঞ্জাব কিংস ১২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়। ফলে বড় ব্যবধানে হারে ব্যাঙ্গালোর। তবুও ব্যক্তিগত পারফরম্যান্সে রজত পাতিদার যেন জানিয়ে দিলেন—তিনি ভারতের ভবিষ্যৎ টি-টোয়েন্টি তারকাদের একজন।

ইউএ / টিডিএস

You may also like