বিধ্বংসী হেড ম্যাচ ডট বলেই ভরা

স্পোর্টস ডেস্ক

আইপিএলের মঞ্চে ট্রাভিস হেড মানেই আগ্রাসী ব্যাটিংয়ের প্রতিচ্ছবি। কিন্তু বৃহস্পতিবার ওয়াংখেড়ে দেখা গেল এক ভিন্ন রূপ। পরিচিত বিধ্বংসী ব্যাটিংয়ের বদলে, তিনি খেললেন আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে মন্থর ইনিংস—যেখানে বাউন্ডারি নেই, ছক্কা নেই, বরং ডট বলেই ভরা।

হায়দরাবাদের হয়ে ইনিংস শুরু করলেও, শুরু থেকেই ধাক্কা খেতে থাকেন হেড। ছন্দে থেকেও ব্যাটিংয়ের গতি বাড়াতে পারেননি। জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া এবং ট্রেন্ট বোল্ট মিলে এমনভাবে চেপে ধরেছিলেন, যে হেড যেন হয়ে উঠেছিলেন শুধুই ডট বলের সংগ্রাহক। ছক্কা মারার জন্য পরিচিত এই ব্যাটার পাওয়ার প্লেতেও একটি ছক্কা মারতে পারেননি—এটা সত্যিই অবিশ্বাস্য।

শেষ পর্যন্ত ২৮ বলে ২৯ রান করে উইল জ্যাকসের বলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফিরেন হেড। তবে আউট হওয়ার আগে বেশ কিছু নাটকীয় মুহূর্তও ছিল। একবার নো বলে এবং পরে ফ্রি হিটে পরপর দুই বলে ক্যাচ দিয়েও রক্ষা পান। এর আগেই মুম্বইয়ের ফিল্ডাররা তার একবার ক্যাচ ফেলেছিলেন।

এই ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল ৯৬.৫৫—যা আইপিএলে তার করা অন্তত ২০ রানসংবলিত ইনিংসগুলোর মধ্যে সবচেয়ে ধীর। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই চতুর্থবার যখন তার স্ট্রাইক রেট ১০০-এর নিচে নামল (২০ রান বা তার বেশি করা ইনিংসে)।

তবে ব্যাটিংয়ে মন্থরতা ছাড়াও দিনটি ভুলে যাওয়ার মতো ছিল হেডের জন্য। ফিল্ডিংয়েও হাতছাড়া করলেন একটি সহজ ক্যাচ। মোহাম্মদ শামির করা এক ওভারে, ওভারের শেষ বলে জ্যাকসের শটে কভারের দিকে বল উড়ল, হেড ডাইভ দিয়ে ধরতে গেলেও দু’হাত বাড়িয়েও ধরতে পারেননি।

বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত এই অস্ট্রেলিয়ান তার স্বরূপে ফিরবেন কি না, তা সময়ই বলবে।

You may also like