আইপিএলে ফিক্সিং নিয়ে কড়া বার্তা দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

আইপিএলে আবারও ফিক্সিংয়ের ছায়া পড়তে শুরু করেছে। সম্ভাব্য দুর্নীতির আশঙ্কায় ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগেভাগেই সতর্ক করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। জানা গেছে, হায়দরাবাদের এক ব্যবসায়ী গড়াপেটার ফাঁদ পাতার চেষ্টা করছেন, যার সঙ্গে সরাসরি বুকিদের যোগাযোগ রয়েছে।

ক্রিকেটভিত্তিক একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট (এসিএসইউ) ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ওই ব্যবসায়ীর সম্পর্কে সতর্কবার্তা পাঠিয়েছে। এসিএসইউ জানিয়েছে, এই ব্যক্তি আইপিএলের সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচিং স্টাফ, এমনকি ধারাভাষ্যকারদের সঙ্গেও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন।

এমনকি এই ব্যবসায়ীকে প্রায়ই দেখা যাচ্ছে সেই হোটেলগুলোতে, যেখানে দলগুলো অবস্থান করছে। কারও কারও সঙ্গে ব্যক্তিগত উপহার, দামি গহনা বা অন্যান্য লোভনীয় প্রস্তাব দিয়ে সম্পর্ক গড়ে তুলতে চাইছেন তিনি। বিদেশি ক্রিকেটারদের পরিবারের সঙ্গে সোশাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগের চেষ্টার কথাও উঠে এসেছে রিপোর্টে।

বিসিসিআইয়ের পক্ষ থেকে দলের খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে ওই ব্যক্তির গতিবিধির ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। কেউ যদি সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন, তাহলে যেন সঙ্গে সঙ্গে বিষয়টি বোর্ডকে জানানো হয়।

উল্লেখ্য, আইপিএলে এর আগেও ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। ২০১৩ সালে চাঞ্চল্যকর স্পট ফিক্সিংয়ের ঘটনায় শ্রীসন্থসহ তিনজন ক্রিকেটার অভিযুক্ত হন এবং চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি পেতে হয়।

বর্তমান পরিস্থিতিতে সেই কেলেঙ্কারির পুনরাবৃত্তি এড়াতে এবার আরও কঠোর নজরদারিতে রয়েছে এসিএসইউ। বোর্ড চায়, টুর্নামেন্টের স্বচ্ছতা ও মর্যাদা অক্ষুণ্ণ থাকুক।

You may also like