চলতি আইপিএলে অবশেষে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। টানা পাঁচ ম্যাচ পর লখনউয়ের একানা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে জয় পেয়েছে ধোনির দল। ব্যাটিং এবং উইকেটকিপিংয়ে একাই নায়ক হয়ে উঠলেন মহেন্দ্র সিং ধোনি। শেষের দিকে মাত্র ১১ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও জিতলেন এই অভিজ্ঞ তারকা। তবে ম্যাচ জেতার আনন্দের পাশাপাশি ধোনি চেন্নাইয়ের ‘হোম পিচ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এখন পর্যন্ত ৭টি ম্যাচের মধ্যে চেন্নাই মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছে। চেন্নাইয়ের পুরোনো ‘অজেয়’ স্টেডিয়াম চিপক, যেখানে তারা অনেক দিন ধরে ভাল পারফর্ম করে আসছিল, এবার সেখানে মাত্র একটি জয় পেয়েছে তারা। সর্বশেষ কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর, একানা স্টেডিয়ামে ধোনির দুর্দান্ত পারফরম্যান্সে চেন্নাই ঘুরে দাঁড়িয়েছে।
ম্যাচ শেষে ধোনি বলেছিলেন, ‘চেন্নাইয়ের উইকেট কিছুটা মন্থর। আমাদের ব্যর্থতার সেটাও একটা কারণ। বাইরের মাঠে আমরা বরং ভালো ব্যাটিং করছি। একটু ভালো পিচ পেলে ব্যাটাররা আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলতে পারত। এমন মন্থর উইকেটে কেউই খেলতে চায় না।’ এর আগে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংও জানিয়েছেন, ঘরের মাঠের পিচ থেকে তারা সাহায্য পাচ্ছেন না, এবং ধোনি এবার সেই বিতর্কে সুর মেলালেন।
এছাড়া, ধোনির ‘ম্যাচ সেরা’ হওয়া নিয়েও আলোচনা শুরু হয়েছে। কারণ, গুজরাটের স্পিনার নুর আহমেদ ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে দুর্দান্ত বল করেছেন। ধোনি নিজে বলেন, “আমি নিজেও অবাক, আমাকে কেন ম্যাচ সেরা দেওয়া হল। নুর খুব ভালো বল করেছে।”
তবে, এই পুরস্কারের সঙ্গে ধোনি গড়লেন এক নতুন রেকর্ডও। ৪৩ বছর ২৮০ দিন বয়সে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হলেন তিনি। এর আগের রেকর্ড ছিল প্রবীণ তাম্বের, যিনি ৪২ বছর ২০৮ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।