মাঝপথে বদলে গেল হায়দরাবাদের দল

স্পোর্টস ডেস্ক

ব্যাটিংই সানরাইজার্স হায়দরাবাদের প্রধান অস্ত্র। ট্রাভিস হেড, ইশান কিশান, হেনরিখ ক্লাসেন, নীতিশ রেড্ডির মতো একাধিক বড় নাম রয়েছেন স্কোয়াডে। অ্যাডাম জাম্পার মতো আন্তর্জাতিক তারকাও ছিলেন। তবে এত নামের ভিড়েও যেন ছন্দহীন মিডল অর্ডার। পরিসংখ্যান বলছে, পাওয়ারপ্লেতেই দুই ওপেনার ফিরলে মাত্র ৬ শতাংশ ম্যাচ জিতেছে ২০১৬-র আইপিএল চ্যাম্পিয়নরা।

এই ব্যাটিং অচলাবস্থায় দল নতুন দিশা খুঁজছে। ইনজুরির কারণে আইপিএলের বাইরে চলে যাওয়া লেগস্পিনার অ্যাডাম জাম্পার বদলে স্কোয়াডে জায়গা পেয়েছেন কর্ণাটকের তরুণ ব্যাটার স্মরণ রবিচন্দ্রন। ২১ বছর বয়সি বাঁহাতি এই ব্যাটার বাকি মরসুমে থাকবেন হায়দরাবাদ দলে।

সানরাইজার্স কর্তৃপক্ষ জানিয়েছে, জাম্পা আর চলতি আসরে মাঠে ফিরতে পারবেন না। যদিও তাঁর চোট সংক্রান্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। চলতি আইপিএলে মাত্র দু’টি ম্যাচ খেলেছেন জাম্পা— রাজস্থানের বিরুদ্ধে ৪৮ রানে ১ উইকেট এবং লখনৌয়ের বিরুদ্ধে ৪৬ রানে ১ উইকেট।

স্মরণ মূলত টপ অর্ডার ব্যাটার হলেও মিডল অর্ডারেও খেলতে পারেন, দলের প্রয়োজন অনুযায়ী বল হাতেও অবদান রাখতে সক্ষম। যদিও জাম্পার মতো লেগস্পিনার নন, স্মরণ অফস্পিন করেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেট ব্যাটার হিসেবে ইতিমধ্যে নজর কেড়েছেন তিনি, এবার সুযোগ পেলেন আইপিএলে খেলার।

আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, স্মরণ সাতটি প্রথম শ্রেণির ম্যাচ, ১০টি লিস্ট ‘এ’ এবং ছ’টি টি-টোয়েন্টি খেলেছেন। সব মিলিয়ে ১১০০-এর বেশি রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৪-র বেশি গড়ে করেছেন ৫০০ রান, যার মধ্যে পাঞ্জাবের বিরুদ্ধে একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। টি-টোয়েন্টিতে ১৭০ স্ট্রাইকরেটে করেছেন ১৭০ রান।

৩০ লাখ টাকায় স্মরণকে দলে নিয়েছে হায়দরাবাদ। যদিও প্রথম একাদশে সুযোগ পাওয়া সময়ের ব্যাপার, তবে দলের ব্যাটিং ভরাডুবির মুহূর্তে তিনি হয়ে উঠতে পারেন নতুন ভরসা।

You may also like