ম্যাচের মাঝেই ব্যাটারের ব্যাট পরীক্ষা আম্পায়ারের

স্পোর্টস ডেস্ক

আইপিএলে ম্যাচ চলাকালীন হঠাৎ ব্যাট করার সময় পরীক্ষা করা হয় ফিল সল্টের ব্যাট।

রবিবার (১৩ এপ্রিল) জয়পুরে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে। টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে পাঠান বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। রাজস্থানের ইনিংসে ১৬তম ওভারে ব্যাট করতে নামার পরপরই আম্পায়ার শিমরন হেটমেয়ারের ব্যাটের মাপ নেন।

সন্দেহ ছিল হয়তো ব্যাটটি নিয়মবহির্ভূত আকারের। তবে আইপিএলের নিয়ম অনুযায়ী ব্যাটের দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি ও প্রস্থ ৪.২৫ ইঞ্চির বেশি হলে তা অবৈধ। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় হেটমেয়ারের ব্যাট আইনের মধ্যেই রয়েছে। সল্টের ব্যাটেও সমস্যা মেলেনি।

এই ঘটনা মনে করিয়ে দেয় ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপের আলোচিত এক ঘটনা। ২০২৩ সালে এসেক্সের ব্যাটার ফেরোজ খুশির ব্যাট অতিরিক্ত লম্বা হওয়ায় দলটিকে ১২ পয়েন্ট কাটা হয়েছিল যা শিরোপা দৌড়ে বড় প্রভাব ফেলে।

তবে রাজস্থান ও বেঙ্গালুরুর ম্যাচে দুই ব্যাটারই পরীক্ষায় পাস করায় তেমন কিছু ঘটেনি। রাজস্থান প্রথমে ব্যাট করে ১৭৩ রান করে। যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে আসে ৭৫ রান। জবাবে সল্ট (৬৫), কোহলি (৬২) ও দেবদত্ত পাড়িক্কলের (৪০) ব্যাটে ভর করে ১৫ বল হাতে রেখেই সহজ জয় পায় বেঙ্গালুরু।

ম্যাচে বল হাতে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জস হেজলউড ও ক্রুণাল পাণ্ডিয়া। তবে সবচেয়ে আলোচিত ছিল ব্যাট মাপার বিরল এই ঘটনা, যা আইপিএলের ইতিহাসে খুব একটা দেখা যায় না।

ইউএ / টিডিএস

You may also like