ঠিক এক বছর আগের মতোই আবারও শ্রেয়াস আইয়ার দাঁড়িয়ে দেখলেন, কীভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তার দলের বোলিং আক্রমণ। তখন তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। ২৬২ রান করেও জেতা হয়নি। এবারও সেই একই গল্প—এইবার ২৪৫ রান তুলেও হারের মুখ দেখতে হলো।
ব্যক্তিগত পারফরম্যান্সে দোষ দেওয়া যায় না আইয়ারকে। ব্যাট হাতে ঝড় তোলেন, খেলেন দলীয় সর্বোচ্চ ৮২ রানের ইনিংস, স্ট্রাইকরেট ছিল চোখধাঁধানো ২২৭। তার ব্যাটে ভর করেই স্কোরবোর্ডে ওঠে ২৪৫। কিন্তু এরপর যা হলো, সেটাই গল্পের মোড় ঘোরায়।
পাঞ্জাব কিংসের হয়ে অভিষেক শর্মা খেললেন এক অতিমানবীয় ইনিংস—৫৫ বলে ১৪১ রান! যা আইপিএলে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পাশে পেলেন ট্রাভিস হেডকে, যিনি ২০০’র বেশি লক্ষ্য তাড়া করতে নেমে পেলেন নিজের প্রথম আইপিএল ফিফটি। দুজনের জুটি ছিল ১৭১ রানের। ফলাফল—সানরাইজার্স হায়দরাবাদের ৮ উইকেটের দাপুটে জয়।
এই ম্যাচটি আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার নজির। আর মজার বিষয় হলো, সবচেয়ে বেশি রান তাড়া করে হারার রেকর্ডটিও শ্রেয়াস আইয়ারের সঙ্গেই জড়িত। এটাই ছিল তার অধিনায়কত্বে তৃতীয়বারের মতো ২০০+ রান তাড়া করে হার।
রান চেজের এই তালিকায় দুইবার করে জায়গা করে নিয়েছে রাজস্থান রয়্যালস, আবার কলকাতা ও পাঞ্জাব—দুটির বিপক্ষেই দুইবার করে এমন রান তাড়া করে জেতা গেছে।
তবে সবচেয়ে আলোচনার বিষয়—শ্রেয়াস আইয়ারই একমাত্র অধিনায়ক যার বিরুদ্ধে তিনবার ২০০-এর বেশি রান তাড়া করে জেতার নজির আছে। দ্বিতীয় স্থানে সঞ্জু স্যামসন, যার বিরুদ্ধে এমন ঘটনা ঘটেছে দুইবার। অন্য কোনো অধিনায়ককে এমন ধাক্কা খেতে হয়নি এতবার।