আইপিএল থেকে সরে দাঁড়ালেন মার্শ

স্পোর্টস ডেস্ক

চলমান আইপিএলে দারুণ ছন্দে ছিলেন মিচেল মার্শ। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বেশ কয়েকটি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। তবে আজকের ম্যাচে তাকে একাদশে দেখা যায়নি। শুধু তাই নয়, সামনের কিছু ম্যাচেও তাকে পাবে না লক্ষ্ণৌ।

মার্শ হঠাৎ আইপিএল ছেড়ে যাওয়ার কারণ তাঁর মেয়ের অসুস্থতা। এমন কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজকের ম্যাচের টসের সময় লক্ষ্ণৌর অধিনায়ক ঋষভ পান্ত জানান, ‘মার্শ আজ দলে নেই। ওর মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাই সে পরিবারের পাশে থাকতে দেশে ফিরে গেছে।’

মার্শ ঠিক কবে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে আশা করা হচ্ছে, মেয়ের শারীরিক অবস্থা ভালো হলে চলতি আসরের শেষ দিকে আবারও মাঠে ফিরবেন তিনি।

এই আসরে লক্ষ্ণৌর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মার্শ। ফলে তার অনুপস্থিতি দলের জন্য একটা বড় ধাক্কা। আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন হিমাত সিং।

You may also like