আইপিএলের চলতি আসরে শুরুর ম্যাচে জয় পাওয়ার পর একেবারে ছন্দ হারিয়ে ফেলেছে চেন্নাই সুপার কিংস।
অধিনায়ক হিসেবে ফিরে এলেও মহেন্দ্র সিং ধোনি পারেননি দলের ভাগ্য ফেরাতে। এখন পর্যন্ত ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে চেন্নাই। মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রয়েছে তারা। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে—এখান থেকে কি প্লে-অফে ওঠা সম্ভব?
আইপিএলে সাধারণত প্লে-অফে যেতে হলে অন্তত সাত থেকে আটটি ম্যাচে জয় লাগেই। চেন্নাইয়ের সামনে এখনও রয়েছে আটটি ম্যাচ। সবগুলোতে জয় পেলে ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করতে পারবে তারা। এমনকি সাত ম্যাচে জয় পেলেও সম্ভাবনা থাকবে। তবে যদি তিন ম্যাচে হারতে হয় তখন তাদের পয়েন্ট দাঁড়াবে ১২ যা যথেষ্ট না-ও হতে পারে।
পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, পাঁচ ম্যাচে তাদেরও পয়েন্ট মাত্র ২। একই সংখ্যক পয়েন্ট নিয়ে পাঁচ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে অষ্টম স্থানে। এই তিন দলই এখন ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় থাকবে।
তবে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি এখনই হাল ছেড়ে দিতে নারাজ। তিনি বলেন, “আমরা এখনও প্লে-অফের লড়াইয়ে আছি। জয় পাচ্ছি না, এটা ঠিক। কিন্তু ভাল খেলতে পারলে আত্মবিশ্বাস ফিরবে। তখনই বদল আসবে দলের পারফরম্যান্সে। আমরা বিশ্বাস করি, ঘুরে দাঁড়ানো সম্ভব।”
তবে বাস্তবতা বলছে, কাজটা কঠিন। সর্বশেষ ম্যাচে ১১ এপ্রিল চেন্নাই তাদের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। জয় না ফিরলে, প্লে-অফের পথ আরও কঠিন হয়ে পড়বে ধোনির দলের জন্য।
ইউএ / টিডিএস