গ্লেন ম্যাক্সওয়েলকে ‘হ্যালির ধূমকেতু’ আখ্যা দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।
এবারের আইপিএলে ম্যাক্সওয়েল ভালো রানে নেই। তিনটি ইনিংসে মাত্র ৩১ রান করেছেন তিনি যার মধ্যে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২১ বলে করেন ৩০ রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজের সেরা ফর্ম থেকে অনেক দূরে ছিলেন এই অজি তারকা। তিন ম্যাচে করেছিলেন মাত্র ৩৯ রান।
এমন সাদামাটা পারফরম্যান্সের জন্য ৩৬ বছর বয়সী ম্যাক্সওয়েলকে সমালোচনা করতে গিয়ে মাঞ্জরেকার বলেছেন, “হ্যালির ধূমকেতু সূর্যের চারপাশে প্রতি ৭৫ বছরে একবার পৃথিবী থেকে দৃশ্যমান হয় ঠিক যেমন গ্লেন ম্যাক্সওয়েল ৭৫ ম্যাচে একবার ভালো খেলেন।”
মাঞ্জরেকার আরও বলেন, “হ্যালির ধূমকেতু ১৯৮৬ সালে শেষবার দেখা গিয়েছিল এবং ২০৬১ সালে আবার দেখা যাবে। ম্যাক্সওয়েলের ব্যাটিংও সেই রকম। তিনি ক্রিকেটের হ্যালির ধূমকেতু।”
এ সময় মাঞ্জরেকারের সঙ্গে উপস্থিত ছিলেন নভজ্যোত সিং সিধু যিনি মাঞ্জরেকারের সঙ্গে একমত হতে পারেননি। সিধু মন্তব্য করেন, “ম্যাক্সওয়েল প্রতি ২৫ ম্যাচে একবার ভালো খেলেন।”
গত মেগা নিলামে পাঞ্জাব কিংস ৪.২ কোটি রুপিতে ম্যাক্সওয়েলকে দলে নিয়েছিল। ২০১২ সাল থেকে আইপিএলে খেলা ম্যাক্সওয়েল মাত্র তিন মৌসুমে ৪০০ রান বা তার বেশি করতে পেরেছেন। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ১০ ইনিংসে তার রান ছিল মাত্র ৫২।
ইউএ / টিডিএস