ম্যাচ হেরেও বিরল রেকর্ড গড়লেন ধোনি

স্পোর্টস ডেস্ক

আইপিএলে প্রথম উইকেটরক্ষক হিসেবে ১৫০টি ক্যাচ নেওয়ার বিরল কীর্তি গড়েছেন ধোনি।

মঙ্গলবার (৮ এপ্রিল) চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৯ রান করে পাঞ্জাব। চেন্নাই হাড্ডাহাড্ডি লড়াই করলেও ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রান করতে সক্ষম হয় আর ১৮ রানের জয় পায় পাঞ্জাব। চলতি টুর্নামেন্টের ২২তম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে চেন্নাই সুপার কিংস হেরে গেলেও, ৪৩ বছর বয়সী ধোনি এই অবিশ্বাস্য রেকর্ডটি অর্জন করেছেন।

ধোনির রেকর্ড গড়ার ঐতিহাসিক মুহূর্তটি আসে পাঞ্জাবের ইনিংসের অষ্টম ওভারে। চেন্নাইয়ের ডানহাতি অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের করা ওই ওভারের দ্বিতীয় বলেই উইকেটের পেছনে ক্যাচ নেন নেহাল ওয়াধেরা। এই ক্যাচে ১৫০ ক্যাচের মাইলফলক স্পর্শ করেন ধোনি।

আইপিএলে উইকেটের পেছনে দাঁড়িয়ে সবচেয়ে সফল দ্বিতীয় ক্রিকেটার হলেন দিনেশ কার্তিক যিনি নিয়েছেন ১৩৭টি ক্যাচ। এই তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছেন হৃদিমান সাহা (৮৭টি), রিশাভ পান্ত (৭৬টি) এবং কুইন্টন ডি কক (৬৬টি)।

ইউএ / টিডিএস

You may also like