আইপিএলে একটি অদ্ভুত নজির গড়লেন লখনউ সুপার জায়ান্টসের অলরাউন্ডার শার্দূল ঠাকুর।
মঙ্গলবার (৮ এপ্রিল) ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে ম্যাচে শার্দূল আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বল করা ওভারের যুগ্ম রেকর্ডে নিজের নাম লেখালেন।
কেকেআরের ইনিংসের ১৩তম ওভারে বল করতে এসে প্রথম পাঁচটি বলই ওয়াইড দেন তিনি। এরপর আরও কয়েকটি ওয়াইডসহ মোট ১১টি বল করতে হয় ওভারটি শেষ করতে। আইপিএলে এটি প্রথমবার যখন কেউ ওভারের প্রথম পাঁচ বলই ওয়াইড দেন।
তবে এটি একেবারে নতুন রেকর্ড নয়। ২০২৩ সালে তুষার দেশপাণ্ডে ও মহম্মদ সিরাজও একইভাবে ১১ বলে একটি ওভার শেষ করেছিলেন। এই কারণে আইপিএলে সবচেয়ে দীর্ঘ ওভারের রেকর্ড এখন শার্দূল, সিরাজ ও তুষারের যৌথ দখলে রয়েছে।
মঙ্গলবারের ম্যাচে শার্দূল মোট ৪ ওভার বল করে ৫২ রান দেন এবং ২টি উইকেট নেন। তবে তিনি একাই ৮টি ওয়াইড বল দেন যেখানে লখনউ দলের মোট ওয়াইড ছিল ২০টি।
ইউএ / টিডিএস