আইপিএলে পাঞ্জাব কিংসের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক

আইপিএলে প্রথম ইনিংসে ৫ উইকেট পতনের পর সবচেয়ে বেশি রান সংগ্রহের নতুন রেকর্ড গড়েছে পাঞ্জাব কিংস।

চেন্নাইয়ের বিরুদ্ধে মুল্লানপুরে ঘরের মাঠে পাঞ্জাব সংগ্রহ করেছিল ২১৯ রান। যদিও শুরুটা ছিল তিক্ত। ৮৩ রানে পৌঁছাতেই তারা হারিয়েছিল ৫ উইকেট। সেই পাঁচ ব্যাটসম্যানের মধ্যে কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। তবে প্রথম ৫ উইকেট পড়ার পর পাঞ্জাব স্কোরবোর্ডে আরও ১৩৬ রান যোগ করে।

৬ষ্ঠ উইকেটে দুর্দান্ত খেলা আর্যকে সঙ্গ দিয়েছেন শশাঙ্ক সিং। ষষ্ঠ উইকেট জুটিতে দুজন মাত্র ৩৪ বলে ৭১ রান যোগ করে দলীয় ১৫৪ রানে আর্য আউট হন। এরপর ক্রিজে আসেন মার্কো ইয়ানসেন। তাদের মধ্যে ৩৮ বলে আসে ৬৫ রান। এই জুটির ফলে পাঞ্জাব রানের নতুন রেকর্ড গড়ে ফেলতে সক্ষম হয়।

আইপিএলে প্রথম ইনিংসে ৫ উইকেট পতনের পর সবচেয়ে বেশি রান

১৩৬ – পাঞ্জাব কিংস; প্রতিপক্ষ চেন্নাই (২০২৫)
১২৫ – হায়দরাবাদ; প্রতিপক্ষ রাজস্থান (২০১৩)
১২৪ – কলকাতা; প্রতিপক্ষ দিল্লি (২০১৯)
১১৫ – কলকাতা; প্রতিপক্ষ বেঙ্গালুরু (২০২৩)

দলীয় রেকর্ড বৃদ্ধি করতে গিয়ে ৫২ রানের ইনিংস খেলেছেন শশাঙ্ক সিং। তার এই ইনিংসও একটি ছোটোখাটো রেকর্ড সৃষ্টি করেছে। পাঞ্জাব কিংসের হয়ে ৭ নম্বর বা তার নিচে নেমে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন তার। সাত বা এর নিচে নেমে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেছিলেন আশুতোষ শর্মা (২০২৪ আইপিএল), আর ৬০ রানের ইনিংস খেলেছিলেন ইরফান পাঠান (২০১০)।

ইউএ / টিডিএস

You may also like