মুম্বাইকে হারিয়ে ৯ বছরের অভিশাপ ঘোচালো বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ৩ হাজার ৬১৯ দিনের প্রতীক্ষার পর অবশেষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয় ফিরে পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সোমবার (৭ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠে হারানোর কৃতিত্ব অর্জন করলো কোহলির দল। ২০১৫ সালের সেই ম্যাচের স্কোয়াডে কেবল দুই অভিজ্ঞ ক্রিকেটার—বিরাট কোহলি ও ভুবনেশ্বর কুমার এখনো রয়েছেন। কোহলি বেঙ্গালুরুর মূল স্তম্ভ হিসেবে পরিচিত আর নিলামের মাধ্যমে দলে যোগ হওয়া ভুবনেশ্বরও ঐতিহাসিক এই জয়ের অংশ হয়েছেন।

২০১৫ সালের ১০ মে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে বেঙ্গালুরু সর্বশেষ জয় পেয়েছিল। সেই ম্যাচে ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ১৩৩ এবং কোহলির ৮২ রানের দুর্দান্ত ইনিংসের কারণে বেঙ্গালুরু সংগ্রহ করেছিল ২৩৫ রান এবং ৩৯ রানে জয় পেয়েছিল। এরপর সময় গড়িয়েছে প্রায় এক দশক।

গতকালকের ম্যাচে কোহলি নেতৃত্ব দিয়েছেন এবং টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত মুম্বাইয়ের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। বেঙ্গালুরু প্রথমে ব্যাটিং করে সংগ্রহ করে ২২১ রান। কোহলি করেন ৬৭ রান, আর রজত পতিদার মাত্র ৩২ বলে ঝড়ো ৬৪ রান করেন।

মুম্বাই চেষ্টা করলেও ২০৯ রানে থেমে যায়। ১২ রানের হারে গ্যালারির উল্লাস থেমে যায়। যদিও শুরুতে খরুচে বোলিং করলেও শেষদিকে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ভুবনেশ্বর। বিশেষ করে তিলক ভার্মার (২৯ বলে ৫৬) উইকেটটি। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্রুনাল পান্ডিয়া—৪৫ রানে ৪ উইকেট নিয়ে।

এটি শুধু একটি ম্যাচ জয়ের গল্প নয় বরং নয় বছর ১০ মাস ২৭ দিনের অপেক্ষার অবসান। চলতি মৌসুমে এর আগে বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংসের মাঠ এম চিদাম্বারামে জয় পেয়েছিল যা ছিল ২০০৮ সালের পর তাদের প্রথম জয় ওই মাঠে।

এবারের এই জয় বেঙ্গালুরুর পুরোনো হারগুলোর ইতিহাস ভাঙার এক নিখুঁত প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে।

ইউএ / টিডিএস

You may also like