৯
বুমরাহ কবে মাঠে ফিরতে পারবেন তা নিশ্চিত না হলেও জানা গেছে, তার ফিটনেস পরীক্ষার শেষ পর্ব চলছে।
এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন ৩১ বছর বয়সী এই পেসার। আইপিএলে বুমরাহ খেলেছেন ১৩৩টি ম্যাচ, নিয়েছেন ১৬৫টি উইকেট। তবে চলতি মৌসুমে এখনও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামেননি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও তিনি অনুপস্থিত ছিলেন।
মুম্বাইয়ের পরবর্তী ম্যাচ ৭ এপ্রিল ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। সেই ম্যাচেও বুমরাহর খেলার সম্ভাবনা নেই।
পুরোপুরি সুস্থ হলেই এনসিএ থেকে খেলার ছাড়পত্র পাবেন তিনি। এ সময় মুম্বাইয়ের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন ট্রেন্ট বোল্ট। তার সঙ্গে রয়েছেন দীপক চাহার যাকে ৯ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে মুম্বাই।
ইউএ / টিডিএস