৯
পাওয়ার প্লেতে এক ওভার বোলিং করে মাত্র ৪ রান দেন রশিদ খান। পরে আরেক ওভারে দেন ৬ রান। এরপর আর বোলিংয়ের সুযোগ পাননি যা আইপিএলে তার জন্য একটি বিরল অভিজ্ঞতা।
শনিবার (২৯ মার্চ) গুজরাট টাইটান্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রশিদ খান ২ ওভারে ১০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। এটি ছিল তার আইপিএল ক্যারিয়ারের প্রথম ঘটনা যেখানে ২০ ওভারের ইনিংসে তার চার ওভার পূর্ণ হয়নি।
এই পরিসংখ্যানটি তার বোলিংয়ের গুরুত্ব তুলে ধরে। তবে রশিদের বাকি দুই ওভার ছাড়াই গুজরাট ২০ ওভারে মুম্বাইকে ১৬০ রানে থামিয়ে ৩৬ রানে জয় পায় নেতৃত্বে শুবমান গিল।
২০১৭ সাল থেকে আইপিএলে নিয়মিত খেলছেন রশিদ, যিনি এখন পর্যন্ত ১২৩ ম্যাচে ৬.৮৬ রান গড়ে ১৫০ উইকেট নিয়েছেন।
ইউএ / টিডিএস