আইপিএলে কলকাতার বিরুদ্ধে বাড়তি সুবিধার অভিযোগ

স্পোর্টস ডেস্ক

আইপিএলে ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের পর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানে সাংবাদিক সম্মেলনে জানান, তারা স্পিন সহায়ক উইকেটে খেলতে চান। তবে ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানান, কলকাতা নাইট রাইডার্স তার কাছে এমন কোনো আবেদন করেনি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, আইপিএলে কোনো দলই পিচ কেমন হবে তা নির্ধারণ করতে পারে না। সুজন বলেন, “পিচ নিয়ে কেন বিতর্ক হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না। কলকাতা তো আমাকে কিছু বলেনি। কেমন পিচ হবে তা নিয়েও কোনো আলোচনা হয়নি। রাহানে আমার ছেলের মতো, ও মজা করেই বলেছিল যে স্পিনারদের জন্য একটু সাহায্য হলে ভালো হবে।”

২২ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে আইপিএল শুরু হয়, যেখানে কলকাতা হারে। প্রথমে ব্যাট করে তারা ১৭৪ রান করে, তবে বেঙ্গালুরুর স্পিনার হার্দিক পান্ডে তিন উইকেট নেন, এবং আরসিবির স্পিনাররা দাপট দেখালেও কলকাতার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনরা তেমন প্রভাব ফেলতে পারেননি।

ইডেনে কলকাতার পরবর্তী ম্যাচ ৩ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেছিল কলকাতা, এরপর বৃহস্পতিবার তারা মুম্বাইয়ে যাবে, সেখানে সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ খেলবে।

সুজন জানান, “যখন কেকেআর ফিরে আসবে, তখন পিচ নিয়ে কথা বলব, তবে তখন খুব বেশি সময় থাকবে না পিচ পরিবর্তনের জন্য।”

You may also like