আইপিএলে রিয়ান পরাগের দুর্ভাগ্যজনক রেকর্ড

স্পোর্টস ডেস্ক

এবারের আইপিএলে প্রথম ইনিংসে ২০০ রান থেকে কম সংগ্রহ করে জেতার আশা করা যেন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রাজস্থান রয়্যালসও সেটি প্রমাণ করতে পারল না গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। রাজস্থান প্রথমে ১৫১ রান তুলেছিল, তবে কুইন্টন ডি ককের ৬১ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংসের পর কলকাতা ১৫ বল হাতে রেখেই জয় লাভ করে।

এতে করে রাজস্থানের ম্যাচ জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে যায়। ডি কক অপরাজিত থাকেন ৯৭ রানে, আর কলকাতা ম্যাচটি ৮ উইকেটে জয়ী হয়। রিয়ান পরাগ, যিনি দলের ভারপ্রাপ্ত অধিনায়ক, তার অধিনায়কত্বে প্রথম দুই ম্যাচেই পরাজয় স্বীকার করলেন।

এভাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে রিয়ান পরাগের নামের পাশে একটি বিব্রতকর রেকর্ড যুক্ত হলো। ২০০৮ সাল থেকে চলা এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে রিয়ানের অধীনে প্রথম দুই ম্যাচেই হারল রাজস্থান। এর আগে কোনো অধিনায়কই রাজস্থানকে প্রথম দুই ম্যাচে হারানোর কষ্ট পাননি।

রাহুল দ্রাবিড় ও স্টিভেন স্মিথ রাজস্থানের অধিনায়ক হিসেবে প্রথম দুই ম্যাচে দুটিই জয় পেয়েছিলেন। আজিঙ্কা রাহানে, সাঞ্জু স্যামসন, শেন ওয়ার্ন এবং শেন ওয়াটসনের অধিনায়কত্বে ছিল ১ জয় ও ১ হার। কিন্তু রিয়ান পরাগ দুই ম্যাচেই পরাজিত হলেন—প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে এবং দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।

You may also like