হরভজনের ‘কালো ট্যাক্সি’ মন্তব্যে বিতর্ক

স্পোর্টস ডেস্ক

কমেন্ট্রি বক্স থেকে ইংলিশ বোলার জোফরা আর্চারকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য ছুড়ে দেওয়ায় বিতর্কের কেন্দ্রে হরভজন সিং।

রবিবার (২৩ মার্চ) ঘটনাটি ঘটেছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচে। প্রথমে ব্যাট করে ২৮৬ রান সংগ্রহ করে হায়দরাবাদ। রাজস্থানের প্রায় সব বোলারই রান দেন। তবে সবচেয়ে বেশি রান দিয়েছেন আর্চার। যিনি ৪ ওভার বল করে ৭৬ রান দেন। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি আইপিএল ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান দেওয়ার রেকর্ড গড়েছেন।

আর্চার যখন বল করছিলেন তখন ধারাভাষ্য দিচ্ছিলেন হরভজন। আর্চারকে মার খেতে দেখে তিনি মন্তব্য করেন, “লন্ডনে কালো ট্যাক্সির মিটার যেমন চড়চড় করে বাড়ে তেমনই এখানে আর্চারের মিটার চড়চড় করে বাড়ছে।” হরভজনের এই ‘কালো ট্যাক্সি’ মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ ক্রিকেটার আর্চারকে ব্যঙ্গ করে তিনি এই উদাহরণ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

হরভজন সিংয়ের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ নতুন নয়। ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময় সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের প্রতি বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ ওঠে। দাবি করা হয় হরভজন তাকে ‘মাঙ্কি’ বা বাঁদর বলেছিলেন। যদিও হরভজন এই অভিযোগ অস্বীকার করেছিলেন তবুও তাকে শাস্তি ভোগ করতে হয়েছিল এবং তাকে নির্বাসিত করা হয়েছিল। এই ঘটনা ‘মাঙ্কিগেট’ নামে পরিচিত।

ইউএ / টিডিএস

You may also like