মুস্তাফিজের আইপিএলে নিজের সেই স্পেল দিয়ে গড়া রেকর্ড ভেঙেছেন চেন্নাইয়ের আফগান স্পিনার নূর আহমেদ।
রবিবার (২৩ মার্চ) নূর আহমেদ তার চেন্নাই অভিষেকে ৪ উইকেট লাভ করেছেন। তবে তিনি ১৮ রান খরচ করেছেন। স্পেল বিবেচনায় তাই মুস্তাফিজের ওপরেই থাকছেন তিনি।
আইপিএলে ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংস অংশগ্রহণ করছে। শুধুমাত্র ২ বছরের নিষেধাজ্ঞা ছাড়া তারা প্রতিটি আসরে খেলেছে। দলটির হয়ে যেসব বোলার খেলেছেন তাদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগার ছিল বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের। তিনি ২২ রানে চার উইকেট নিয়েছিলেন।
চেন্নাইয়ের হয়ে অভিষেকে সেরা বোলিং স্পেল
১৮/৪ – নূর আহমেদ, প্রতিপক্ষ- মুম্বাই ইন্ডিয়ান্স (২০২৫)
২২-৪ – মুস্তাফিজুর রহমান, প্রতিপক্ষ- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২০২৪)
৩৬/৩ – রাজাবর্ধন হাঙ্গারগেকার, প্রতিপক্ষ – গুজরাট টাইটান্স (২০২৩)
ইউএ / টিডিএস