লজ্জার রেকর্ড গড়লেন আর্চার

স্পোর্টস ডেস্ক

এক আসর পর আইপিএলে ফিরলেও সুখকর হলো না জফ্রা আর্চারের উপলক্ষটি।

রবিবার (২৩ মার্চ) আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৭৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন জফ্রা আর্চার। গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন মোহিত।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন আর্চার। তার প্রথম দুই বলেই চার ও ছক্কা মারেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ান ওপেনার এই ওভারের শেষ তিন বলেই মারেন তিনটি চার মোট রান আসে ২৩।

আর্চার আবার বোলিং পান দ্বাদশ ওভারে। এই ওভারে তাকে দুইটি চার মারেন নিতিশ কুমার রেড্ডি মোট রান আসে ১২। পরের ওভারে ইশান কিষান তাকে তিনটি ছক্কা মারেন যেখানে রান আসে ২২।

ইনিংসের অষ্টাদশ ওভারে তার শেষ ওভারটি ছিল খুবই খারাপ। প্রথম বলটি ব্যাটসম্যানের মাথার ওপর দিয়ে চলে যায় যা কিপারকেও ফাঁকি দেয়। উচ্চতার ‘নো’ বলের পাশাপাশি ‘বাই’ থেকে আসে চার রান। পরবর্তীতে চারটি বাউন্ডারি হজম করে ওই ওভারে ২৩ রান দেন তিনি।

ইউএ / টিডিএস

You may also like