আইপিএল থেকে বাদ পড়েছেন ইরফান

স্পোর্টস ডেস্ক

বাদ পড়েছেন গত দুই বছর ধরে আসরে ধারাভাষ্যকারের ভুমিকায় থাকা ইরফান পাঠান।

শুক্রবার (২১ মার্চ) ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বিসিসিআই প্রকাশিত আইপিএলের ধারাভাষ্যকার তালিকা থেকে বাদ পড়েছেন ইরফান পাঠান। ভারতীয় কিছু ক্রিকেটারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ধারাভাষ্য প্যানেল থেকে সরানো হয়েছে। তারা অভিযোগ করেছেন ইরফান ব্যক্তিগত রাগ থেকে ধারাভাষ্যে তাদের নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন।

আরও বলা হয়েছে পাঠান ধারাভাষ্যে তার ব্যক্তিগত মতামত তুলে ধরার কারণে ক্রিকেটাররা ক্ষুব্ধ হয়েছেন। বিশেষ করে অস্ট্রেলিয়া সফরে এক নির্দিষ্ট ক্রিকেটারকে নিয়ে পাঠানের সমালোচনা তার ভালো লাগেনি। এছাড়া আন্তর্জাতিক ও আইপিএল ম্যাচে কিছু ক্রিকেটারের সঙ্গে তার আলাপচারিতার সময় পাঠানের আত্মবিশ্বাসী আচরণ বিসিসিআইও ভালোভাবে নেয়নি।

সূত্র জানায়, “এভাবে চলতে থাকলে তার নাম ধারাভাষ্য প্যানেলে থাকত না। গত দুই বছর ধরেই সে কিছু নির্দিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে ব্যক্তিগত এজেন্ডা চালাচ্ছিল যা ভালোভাবে নেওয়া হয়নি।”

এবারের ধারাভাষ্যকারদের মধ্যে রয়েছেন সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেডেন, মার্ক বাউচার, শেন ওয়াটসন, বীরেন্দর শেবাগ, হরভজন সিং, শিখর ধাওয়ান, কেইন উইলিয়ামসন, এবি ডি ভিলিয়ার্সসহ ২৫ জন বর্তমান ও সাবেক ক্রিকেটার।

ইউএ / টিডিএস

You may also like