১৫
কিউই এই ব্যাটারকে দেখা যাবে ধারাভাষ্যকারের ভূমিকায়।
আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ যেখানে সাবেক কিউই অধিনায়ক উইলিয়ামসনের নামও রয়েছে।
গত আইপিএল আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। তবে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নেন তিনি। এ কারণে এই সময়টা আইপিএলে ধারাভাষ্য দিয়েই কাটাবেন তিনি।
শনিবার (২২ মার্চ) রাত ৮টায় কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলের এবারের আসর। তবে বৃষ্টির কারণে উদ্বোধনী ম্যাচটি ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। আইপিএলের পর্দা নামবে আগামী ২৫ মে।
ইউএ / টিডিএস