আইপিএলের নিয়মে আসবে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

আধুনিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মাধ্যমে ক্রমশ পরিবর্তিত হচ্ছে খেলার ধারা। আগামীকাল শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসরে কিছু নতুন নিয়ম সংযুক্ত করা হয়েছে, পাশাপাশি একটি পুরনো নিয়মও ফিরিয়ে আনা হয়েছে।

গতকাল মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে আইপিএল ১৮তম আসরের ‘ক্যাপ্টেনস মিট’ অনুষ্ঠিত হয়। সেখানে ১০ দলের অধিনায়কদের নতুন নিয়মগুলো জানানো হয়, বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ভারতীয় মাঠে রাতের ম্যাচে শিশিরের প্রভাব পড়ে, যা প্রতিযোগিতার ভারসাম্য বিঘ্নিত করে বলে মনে করেন আয়োজকরা। এ কারণে, দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর যেকোনো সময় ফিল্ডিং দল একটি বল বদল করতে পারবে।

তবে, বল পরিবর্তন করার আগে আম্পায়ার পরীক্ষা করবেন যে, পূর্ববর্তী বলটি শিশিরের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিনা।

আরেকটি নিয়মের পরিবর্তনে, এবার থেকে উচ্চতা এবং অফ স্টাম্পের বাইরের ওয়াইড বলে ডিআরএস ব্যবহারের ক্ষেত্রে তৃতীয় আম্পায়ার হক-আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করবেন। এছাড়া, আইসিসি এখনো বলের ওপর থুতু বা লালা ব্যবহার নিষিদ্ধ রেখেছে, তবে করোনার সময়ের বিশেষ নিয়মটি এবার আইপিএলে আর থাকবে না।

You may also like