করোনার প্রকোপ না থাকায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আসন্ন আইপিএলে এই নিষেধাজ্ঞা তুলে নিতে চায়।
করোনা মহামারির সময়ে আইসিসি বলের উপর থুতু ব্যবহার নিষিদ্ধ করেছিল এবং তারপর থেকে এই নিয়ম বলবৎ রয়েছে। বলে থুতু ব্যবহার মূলত একপাশ মসৃণ করার জন্য করা হয় যাতে বিপরীত পাশের রাফ সাইডের কারণে রিভার্স সুইং পাওয়া যায়।
২০২২ সালে আইসিসি এই নিয়মটি স্থায়ীভাবে নিষিদ্ধ করে। এরপর থেকে ভারতীয় ক্রিকেটে থুতু ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর হয়। তখন থেকে বোলাররা বলের একপাশ শাইন করার জন্য শুধুমাত্র ঘাম ব্যবহার করছেন।
গত আইপিএলে থুতু ব্যবহারের কারণে ক্রিকেটারদের ১০ লাখ রুপি অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিতে হয়েছিল এবং তৃতীয়বার এমন ঘটনা ঘটলে শাস্তি কার্যকর হতো। এখন বিসিসিআই এই নিষেধাজ্ঞা তুলে নিতে চায়। ২২ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের আগে আজ মুম্বাইয়ে অধিনায়কদের একটি মিটিং হবে যেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিসিসিআইয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্তা বলেন, ‘করোনা আগের আগে থুতু ব্যবহারের নিয়ম খেলার অংশ ছিল। এখন সেই বিপদ নেই, তাই আইপিএলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কারণ নেই। থুতু লাল বলের ক্রিকেটে বড় প্রভাব ফেলে, তবে সাদা বলের খেলায় এটি কিছুটা সাহায্য করে, তাই আইপিএলে এর অনুমতি দেওয়া উচিত।’
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় পেসার মোহাম্মদ শামি আইসিসিকে এই নিয়ম তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন এবং ভারনন ফিলান্দার ও টিম সাউদির মতো ক্রিকেটাররা তার সাথে একমত হয়েছেন।
ইউএ / টিডিএস