কোহলির সাবেক সতীর্থ আইপিএলে আম্পায়ার

স্পোর্টস ডেস্ক

অফিসিয়াল ম্যাচ আম্পায়ার হিসেবে অভিষেক হচ্ছে তন্ময় শ্রীবাস্তবের যিনি কোহলির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সতীর্থ ছিলেন।

১৩ বছর পর তন্ময়কে আবারও আইপিএলে দেখা যাবে একটি ভিন্ন ভূমিকায়। আইপিএল ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে খেলোয়াড়ের পর আম্পায়ার হিসেবে দেখা দিতে যাচ্ছেন তিনি। আইপিএলের শুরুর দিকে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সি পরা তন্ময় এবার বিসিসিআই সার্টিফাইড আম্পায়ারের যোগ্যতা লাভের পর নতুন পথে পা রেখেছেন।

সবকিছু ঠিক থাকলে ৩৫ বছর বয়সী তন্ময়ই হতে যাচ্ছেন প্রথম ব্যক্তি যাকে আইপিএলে খেলোয়াড় এবং আম্পায়ার উভয় ভূমিকায় দেখা যাবে।

ভারত যুব দলের হয়ে বিশ্বকাপ জিতলেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তন্ময়ের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯০ ম্যাচে ৪৯১৮ রান লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৪ ম্যাচে ১৭২৮ রান এবং টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচে ৬৪৯ রান করেছেন তিনি।

শীর্ষ পর্যায়ে কোহলিদের সঙ্গে দেশের জার্সি গায়ে দেওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই ধরে নিয়ে ২০২০ সালে মাত্র ৩০ বছর বয়সে খেলোয়াড়ি জীবন শেষ করে দেন তন্ময়। সাবেক এই টপ অর্ডার ব্যাটসম্যান ক্যারিয়ারের বেশির ভাগ ম্যাচ খেলেছেন উত্তর প্রদেশের হয়ে।

ইউএ / টিডিএস

You may also like