আইপিএলের ১০ দলের অধিনায়ক চূড়ান্ত হয়েছে। কিছু দল পুরনো অধিনায়কদের ওপরই ভরসা রেখেছে। তবে ২০২৫ আইপিএলে নতুন নেতৃত্বে দেখা যাবে কয়েকজনকে। পাশাপাশি এমন কয়েকজন খেলোয়াড়ও রয়েছেন যারা প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন।
দেখে নেওয়া যাক এবারের আইপিএলে নেতৃত্ব দিতে যাচ্ছেন কারা-
রুতুরাজ গায়কোয়াড়
গত মৌসুমেও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়। এবারও জাদেজা-ধোনিদের নেতৃত্বের ভার তার কাঁধে।
শুভমান গিল
২০২৪ সালে গুজরাট টাইটানসের নেতৃত্ব পান শুভমান গিল। এরপর ভারতের অধিনায়কত্বও করেছেন এই ওপেনার। বর্তমানে ওয়ানডে দলের সহ-অধিনায়ক গিল। তাই তাকে ঘিরে লম্বা সময়ের পরিকল্পনা করছে গুজরাট।
অজিঙ্কা রাহানে
ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে অজিঙ্কা রাহানেকে দলে নিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। তখন ভাবা হচ্ছিল, বিকল্প হিসেবেই তাকে কিনে রাখছে কলকাতা। তবে শেষ পর্যন্ত সেই রাহানেকে করা হয়েছে কলকাতার অধিনায়ক।
ঋষভ পন্ত
গত কয়েক মৌসুম ধরে দিল্লিকে নেতৃত্ব দেওয়া ঋষভ পন্ত এবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক।
অক্ষর প্যাটেল
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে গত বছরই অভিষেক হয়েছে অক্ষর প্যাটেলের। মন্থর ওভার রেটের কারণে ঋষভ পন্ত এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দলকে নেতৃত্ব দেন অক্ষর। ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার এবার স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্ব পেলেন।
হার্দিক পান্ডিয়া
গত মৌসুমে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্বের ভার তুলে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। এবারও মুম্বাইয়ের নেতৃত্বে থাকছেন এই অলরাউন্ডার। তার অধীনেই খেলবেন ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক রোহিত, টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব।
শ্রেয়াস আইয়ার
প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের ভরসার নাম এবার শ্রেয়াস আইয়ার। গত মৌসুমে অধিনায়ক হিসেবে কলকাতাকে চ্যাম্পিয়ন করা আইয়ার এবার পাঞ্জাবকে নেতৃত্ব দেবেন।
সঞ্জু স্যামসন
২০২১ সাল থেকেই রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ২০১৩ থেকে ২০১৫ সালে প্রথম দফায়, এরপর ২০১৮ সাল থেকে দুই দফায় রাজস্থানে খেলছেন সঞ্জু।
রজত পাতিদার
এবারের আইপিএলের বড় চমক রজত পাতিদারের অধিনায়ক হওয়া। পতিদার ভারতের ক্রিকেটে ‘হাইপ্রোফাইল’ কেউ নন। এমন একজনই এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন। তার অধীনে খেলবেন বিরাট কোহলি ও ভুবনেশ্বর কুমাররা।
প্যাট কামিন্স
২০২৫ আইপিএলে একমাত্র বিদেশি অধিনায়ক কামিন্স। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জেতা এই অধিনায়কের অধীনের গত মৌসুমে ফাইনালে খেলেছিল সানরাইজার্স হায়দরাবাদ।
ইউএ / টিডিএস