আর মাত্র কয়েক দিন পরেই শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে মুখোমুখি হবে। একই মাঠে ২৫ মে আইপিএলের ফাইনালও অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্টের শুরুর আগেই বেশ কয়েকজন ক্রিকেটার চোটের কারণে শঙ্কার মধ্যে রয়েছেন।
কোন ক্রিকেটার চোটে আছেন?
জাসপ্রিত বুমরাহ: ভারতের পেস সেরা বোলার জাসপ্রিত বুমরাহ পিঠের চোটের কারণে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি। সেই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সও আইপিএলের শুরুতে তাকে পাবে না। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুমরাহ প্রথম দুই সপ্তাহ মাঠে থাকতে পারবেন না।
মিচেল মার্শ: অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শও চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করেছেন। তাকে ৩.৪০ কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টস দলে নিয়েছিল, তবে পিঠের নিচের অংশে ব্যথার কারণে তিনি আইপিএলের শুরুতে খেলতে পারবেন কিনা, তা নিশ্চিত নয়।
জশ হ্যাজেলউড: অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ দিতে হয়নি, কারণ তাদের প্রধান তিন পেসারই ছিলেন ইনজুরির কারণে। এর মধ্যে অন্যতম জশ হ্যাজেলউড, যিনি মাংসপেশি ও ঊরুর সংযোগস্থলে চোটে ভুগছেন। বেঙ্গালুরুকে ১২.৫০ কোটি রুপিতে তাকে দলে নেওয়া হলেও, আইপিএলের শুরুর দিকে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
মায়াঙ্ক যাদব: গত বছর লখনৌর হয়ে দারুণ পারফরম্যান্স করা মায়াঙ্ক যাদব পিঠের স্ট্রেসজনিত চোটে আক্রান্ত। তার কারণে আইপিএলের প্রথম অংশে মাঠে না নামার সম্ভাবনা রয়েছে।
হার্দিক পান্ডিয়া: ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অংশ ছিলেন, তবে তার সমস্যাটি চোটজনিত নয়। মুম্বাই ইন্ডিয়ান্সের গত আসরের অধিনায়ক পান্ডিয়া স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন এবং আইপিএলের শুরুতে তাকে খেলতে দেখা যাবে না। তার নিষেধাজ্ঞা শেষ হতে সময় লাগবে।
জ্যাকব বেথেল: ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেলও চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করেছিলেন এবং হ্যামস্ট্রিং চোটে ভুগছেন। বেঙ্গালুরু তাকে ২.৬০ কোটি রুপিতে নিয়েছিল, তবে তিনি এখনও মাঠে ফিরতে পারেননি। আইপিএলে তাকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এই চোট সমস্যা আইপিএলের শুরুতেই দলের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে, এবং টুর্নামেন্টের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।