মেগা নিলামে দল না পেলেও আইপিএলে খেলার সুযোগ পেয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার কর্বিন বশের। ভারতের পাঁচবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে ভিড়িয়েছে।
দক্ষিণ আফ্রিকার পেস বোলার লিজাড উইলিয়ামসের চোটের কারণে ৩০ বছর বয়সী বশেরের জন্য আইপিএলে খেলার রাস্তা খুলেছে। হাঁটুর সমস্যায় ভুগছেন উইলিয়ামস, যাকে গত নভেম্বরে ৭৫ লাখ রুপিতে মুম্বাই নিলামে দলে নিয়েছিল। তবে এবার তাকে বাদ দিয়ে বশকে দলে অন্তর্ভুক্ত করেছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি।
এটা বশেরের প্রথম আইপিএল নয়। এর আগে রাজস্থান রয়্যালসের নেট বোলার হিসেবে কাজ করলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। পরে ন্যাথান কোল্টার-নাইলের বদলে দলে যোগ করেছিলেন তিনি।
গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়নে টেস্টে অভিষেক ঘটে বশেরের। তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচে ৫ উইকেট নেয়া ছাড়াও ৮১ রানের অপরাজিত ইনিংসও খেলেছিলেন।
দক্ষিণ আফ্রিকার এসএটোয়েন্টি লিগের সাম্প্রতিক আসরে এমআই কেপ টাউনের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন বশ। ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে ২৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। পুরো আসরে ৮ ম্যাচে ১১ উইকেট শিকার করেন বশ।
এখন পর্যন্ত ৮৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬৬৩ রান করেছেন এবং ৫৯ উইকেটও নিয়েছেন তিনি। প্রতি ওভারে তার রান দিয়েছেন প্রায় ৮.৫।
মুম্বাই ইন্ডিয়ান্স আগামী ২৩ মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলের এবারের আসর শুরু করবে।
সুপ্তি / টিডিএস